দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ কোচবিহারের শীতলকুচি কাণ্ডের পর ষষ্ঠ দফা ভোটে রাজ্যপুলিশের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা বলেছেন । কিন্তু শুক্রবার বনগাঁ আদালতে দাঁড়িয়ে সেই অভিযুক্ত এসআই দরকার পড়লে ফের গুলি চালানোর হুমকি দিলেন আদালত চত্বরে দাড়িয়েই ।
ষষ্ঠ দফা নির্বাচনে সকল ঘটনার কেন্দ্রবিন্দু ছিল বাগদা । সেখানে নিরীহ মানুষের উপর গুলি চালানোর ঘটনার নিন্দা করেন সব রাজনৈতিক দলই । এরপর এই ঘটনায় আহতদের পরিবারের ৫ জনকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ । শুক্রবার এই মামলার তদন্তকারী এস আই আসাদুর রহমান বনগাঁ আদালতে অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম)-এর বিচারক দেবাশিস সাঁতরার এজলাসে হাজির হন। সেখানে কাঠগড়ায় দাঁড়িয়ে আসাদুর রহমান হুমকি দিলেন, ‘গুলি চালিয়েছি, বেশ করেছি। দরকার হলে কোর্টের মধ্যেও চালাব। আপনারা যা করার করে নিন।’
যেখানে বাগদায় পুলিশের গুলি চালানোর ঘটনা স্বীকার করে নিয়েছে নির্বাচন কমিশন, মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার সাথে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা ঘোষণা করেছেন, সেখানে এইরূপ মন্তব্য ফের বিতর্কের সৃষ্টি করেছে । জানা গেছে, বৃহস্পতিবার পুলিশের গুলি চালানোর ঘটনায় রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জগমোহন জানিয়েছিলেন, জীবন ও সম্পত্তি রক্ষায় পুলিশ ৩ রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় এক আইনজীবী আশিস সরকার বলেন, ‘বাগদায় নিরীহ গ্রামবাসীদের উপর পুলিশ গুলি চালিয়েছে। সেই পরিবারেরই ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। আমদের এক আইনজীবী আসাদুর রহমানকে প্রশ্ন করলে উনি বলেন, গুলি চালিয়েছি, বেশি করেছি। শুধু তা-ই নয়। আমাদের সঙ্গে অশালীন আচরণ এবং গালিগালাজও করেছেন।’
বনগাঁ আদালতে আইনজীবীদের সামনে বাগদা থানার এসআই আসাদুর রহমান এই মন্তব্য করার পরেই আইনজীবীরা প্রতিবাদ শুরু করেন । এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এসআই এর বিরুদ্ধে পিটিশন দাখিল করেছেন বলে জানা গেছে । এরপরে বিচারপতি আসাদুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ধারায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করার নির্দেশ দেন । যদিও এক হাজার টাকা জমা দিয়ে আসাদুর জামিন পেয়ে গেছেন । তবে এই ঘটনায় রাজ্যপুলিশের গায়ে ফের কালি লাগল বলেই ওয়াকিমহল ধারনা করছে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…