দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বাংলা রাজনীতিতে এখন তৃণমূল বনাম বিজেপির লড়াই চলছে । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চাপে ফেলতে রীতিমত মরিয়া হয়ে উঠেছে শাসক দল । এবার মুকুল রায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসকে পাল্টা চাপে ফেলতে তৈরি হচ্ছেন শুভেন্দু অধিকারী । মুকুল রায়কে PAC র চেয়ারম্যান হিসাবে মনোনীত করার বিরুদ্ধে আদালতে মামলা করতে চলেছে বিজেপি ।
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল নেতা কর্মী থেকে শুরু করে স্বয়ং মুখ্যমন্ত্রী এই ফল মেনে নিতে পারেন নি । ঘটনা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত । এদিকে একের পর এক পদ থেকে অনাস্থা এনে বিরোধী দলনেতাকে অপসারণ করে ডানা ছাঁটার প্রক্রিয়া অব্যাহত । অন্য দিকে শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষীকে ঘিরে অধিকারী পরিবারে হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা ।
রাজনৈতিক মহলের একাংশের ধারনা বিভিন্ন ক্ষেত্র থেকে একের পর এক পদক্ষেপ নিয়ে বিরোধী দলনেতাকে কোনঠাঁসা করতে চাইছে তৃণমূল কংগ্রেস । তবে এবার শাসকদলকে চাপে ফেলতে পদক্ষেপ নেবার সিদ্ধান্ত নিতে চলেছে গেরুয়া শিবির । প্রথমেই নিশানা করা হচ্ছে সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়কে নিয়ে ।
জানা গেছে, মুকুল রায়ের বিরুদ্ধে আলালতের দ্বারস্থ হতে চলেছে গেরুয়া শিবির । তার বিরুদ্ধে মূলত দুটি ইস্যু তুলে ধরা হতে পারে । প্রথমত মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মনোনীত করার ঘটনা । এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করা হতে পারে । অন্যদিকে তৃণমূলে যোগ দিলেও মুকুল রায় এখনও খাতায় কলমে বিজেপি বিধায়ক। সুত্রের খবর, তার বিধায়ক পদ বাতিলের দাবী জানিয়েও আদালতের দ্বারস্থ হবে রাজ্য বিজেপি ।
উল্লেখ্য, ভোটের ফল প্রকাশিত হবার পরেই বিজেপির মুকুল রায় দল ছেড়ে দেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দেন । এই ঘটনায় প্রথম থেকেই সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কিন্তু তার অভিযোগ নিয়ে তেমন কোন উদ্যোগ নিতে দেখা যায়নি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে । তিনি জানিয়েছেন, এই অভিযোগ বিধানসভায় গ্রহণযোগ্য কিনা খতিয়ে দেখা হবে । গত ১৬ই জুলাই বিধানসভায় এই অভিযোগের শুনানি হয় । আগামী ৩০ জুলাই ফের শুনানির দিন।
এদিকে ১৬ জুলাই শুনানির পরে আদালতে যাবার কথা জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু । তবে একদা বিজেপি চাণক্য মুকুল রায় এইসব নিয়ে বিশেষ পাত্তা দিতে নারাজ । তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন, ‘যেখানে খুশি যান না।’
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…