দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ নির্বাচনের পর বিধানসভা অধিবেশন শুরু হতে না হতেই শাসকদল এবং বিরোধীদলের মধ্যে বাদানুবাদ অব্যাহত । এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ‘দলদাস’ বলে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ! এই অভিযোগ তুলে শোরগোল তুলল শাসক দল । তৃনমূলের পক্ষ থেকে অধিকার ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে।
মঙ্গলবার বিধানসভা অধিবেশনে রাজ্যপালের ভাষণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয় । সেখানে শুভেন্দু অধিকারীর বক্তৃতা থামিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যপালের সেই ভাষণটি আদালতের বিচারাধীন । ফলে এই বিষয়টি নিয়ে বিধানসভায় কোন আলোচনা করা যাবে না । বিরোধী দলনেতা সেই সময় তার বক্তব্য থামিয়ে দিলেও পরে সাংবাদিকদের সামনে নিজের অসন্তোষ জানিয়ে স্পিকারকে ‘দলদাস’ বলে উল্লেখ করেন । এরপরেই তৃনমূলের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে তৎপরতা দেখা যায় ।
স্পিকারকে ‘দলদাস’ বলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অধিকারভঙ্গের অভিযোগ জমা দিল তৃণমূল। তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে দাবী করা হয়েছে, বিধানসভার স্পিকারের প্রতি এই মন্তব্য শুধু তাঁর অসম্মান নয়, এখানে সংসদীয় রীতিনীতিরও অমর্যাদা করেছেন শুভেন্দু অধিকারী । উল্লেখ্য, শুভেন্দুর বক্তব্যের ‘ভিডিয়ো ক্লিপিং’ চেয়ে পাঠিয়েছেন স্বয়ং স্পিকারও। সুত্রের খবর, অধিবেশনের শেষ দিনে স্পিকারের মর্যাদা ও অধিকারভঙ্গের অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে ।
তবে শুভেন্দু অধিকারী এখনও এই বিষয়ে নিজের কোন প্রতিক্রিয়া জানান নি । এদিকে, বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই তৃণমূল সুপ্রিমো বিরোধী বিধায়কদের উদ্দেশ্যে ‘লেজ ছাড়া হনু’ বলে উল্লেখ করেন । ফলে শাসক দলের সাথে বিরোধী দলের দূরত্ব প্রথম দিন থেকেই স্পষ্ট হতে শুরু করেছে বলে ধারনা করা হচ্ছে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…