দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ ভয়ংকর হয়ে ওঠা করোনা চিত্র দেখে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব আক্তার নিজের দেশের সরকার এবং জনগনের কাছে কাতর আবেদন জানালেন । একদিকে অক্সিজেনের অভাব, অন্যদিকে পর্যাপ্ত বেড নেই । সার সার দিয়ে জ্বলছে গণচিতা । স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ছে । এই অবস্থায় রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আর চুপ করে বসে থাকতে পারলেন না । ভারতের পাশে থাকার আর্জি জানালেন নিজের দেশবাসীর কাছে ।
দিন যত এগুচ্ছে, ভারতের স্বাস্থ্য পরিকাঠামো ততই ভেঙ্গে পড়ছে । গত কয়েকদিন ধরে দৈনিক কোভিড আক্রান্ত তিন লাখের ঘরে । এদিকে দেশজুড়ে পর্যাপ্ত অক্সিজেনের জোগানের অভাবে হাহাকার করছে । এই অবস্থায় দুই দেশের হিংসা ভুলে, কাঁটাতারের বেড়াজাল টপকে, বালাকোট এয়ারস্ট্রাইক ভুলে দেশবাসীর কাছে শোয়েব শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওবার্তা দিয়েছেন ।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নিজের চ্যানেলে জানিয়েছেন, ‘ভারতবর্ষ এই মুহূর্তে ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এক একদিনে ৪ লক্ষের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছে। মুম্বই, দিল্লিতে প্রতিনিয়ত শ’য়ে শ’য়ে মানুষ আক্রান্ত হচ্ছেন ভাইরাসে। এটা যে কোনও সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা ভীষণ ভীষণ মুশকিল। তাই আমি আমার দেশের মানুষ, আমার সরকারের কাছে মন থেকে আবেদন করছি যে ভারতবর্ষের পাশে দাঁড়ানোর। এই মুহূর্তে ভারতবর্ষের মানুষের প্রচুর পরিমাণে অক্সিজেন প্রয়োজন। তাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমার অনুরোধ ভারতে অক্সিজেনের জোগান দেওয়ার জন্য একটা ফান্ড তৈরি করা হোক।’
ভারতে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের জনপ্রিয়তা নেহাত কম নয় । এছাড়া তাঁর প্রচুর বন্ধুবান্ধব রয়েছে ভারতে । ইউটিউব চ্যানেলে শোয়েব আরও জানিয়েছেন, “ওদেশে আমার প্রচুর পরিচিত, বন্ধু-বান্ধব এই ভাইরাসের শিকার হয়েছেন। শ্মশানঘাটগুলোতে দাহ করার জায়গা নেই। তাই আমি বলছি এটা ভীষণ উদ্বেগের মুহূর্ত। গুজরাতের হাসপাতালগুলোর করুণ ছবি আমরা দেখেছি। মানুষজন রাস্তায় পড়ে রয়েছে। শ্বাস নেওয়ার জন্য ছটফট করছেন তারা। অক্সিজেন সিলিন্ডার নেই সেখানে। এটা কী মানুষের তৈরি ভাইরাস নাকি অন্য কিছু সেটা ঈশ্বরই বলতে পারেন। কিন্তু দয়া করে এটাকে হিন্দু-মুসলমানের বিষয় হিসেবে আলাদা চোখে দেখবেন না। এটা সমগ্র মানবজাতির বিষয়। তাই মানুষ হিসেবে আমি বলব ভারতবর্ষের পাশে দাঁড়ান এই মুহূর্তে।’