দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ পর্ণ ছবি নিয়ে এখন বলিউড তোলপাড় । প্রধান অভিযুক্ত রাজ কুন্দ্রার সাথে জড়িয়ে যাচ্ছে একের পর এক নাম । এবার মুম্বই পুলিশ ম্যারাথন জিজ্ঞাসাবাদ করতে ডেকে নিয়েছে রাজের স্ত্রী এবং অভিনেত্রী শিল্পা শেট্টিকে। সুত্রের খবর, রাজ কুন্দ্রার সাথে ব্যবসায়িকভাবে শিল্পা জড়িত আছে কিনা কিম্বা এই ব্যবসা সংক্রান্ত কতখানি তথ্য তার কাছে আছে সেই বিষয়ে চলবে জিজ্ঞাসাবাদ ।
শুক্রবার পর্ণ ছবির ব্যবসায়ে যুক্ত রাজ কুন্দ্রাকে আদালতে তোলা হয় । কিন্তু হাজার চেষ্টা করেও ম্যাজিস্ট্রেট আদালতে স্বস্তি পাননি পর্নকাণ্ডে গ্রেফতার শিল্পা শেট্টির স্বামী । এদিকে স্বামীর অপরাধে আরও বেশী সমস্যায় পড়তে চলেছেন অভিনেত্রী । মুম্বই পুলিশ একের পর এক জিজ্ঞাসাবাদ করে চলেছেন শিল্পাকে । পাশাপাশি অভিযুক্ত রাজ কুন্দ্রাকে নিয়ে তাদের জুহুর বাড়িতে হাজির হয়েছিল মুম্বই ক্রাইম ব্রাঞ্চের একটি দল। সেখানে সব কিছু চিরুনি তল্লাশি করে দেখা হয়েছে ।
সুত্রের খবর, জুহুর বাড়িতে অভিনেত্রী শিল্পা শেট্টিকে জেরা করে পুলিশ । তার স্বামী যে দীর্ঘদিন ধরে পর্ণ ব্যবসায়ের সাথে যুক্ত ছিল সেই বিষয়ে একাধিক প্রশ্ন করা হয় তাকে এবং সেই ব্যান রেকর্ড করা হয় । এদিকে রাজ কুন্দ্রা পর্ণ ছবির ব্যবসা করে যে বিশাল অঙ্কের টাকা কামিয়েছেন, সেই টাকা শিল্পা শেট্টির অ্যাকাউন্টে গেছে কিনা সেটাও তদন্তকারী আধিকারিকরা যাচাই করে দেখছেন।
এদিকে অভিন্তেরি শিল্পা শেট্টিকে নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে মুম্বই পুলিশের । জানা গেছে, পাঁচ মাস আগে একটা ওয়েবসাইটের জন্য প্রমোশন্যাল ভিডিয়ো নাকি শ্যুট করেছিলেন শিল্পা । সবচেয়ে অবাক করার বিষয়, এই ওয়েব পোর্টালেও অ্যাডাল্ট কনটেন্ট তুলে ধরা হয় এবং দেশে সেটি একটিভ অবস্থায় আছে । জানা গেছে, রাজ ধরা পড়ার পর তাদের কোম্পানির সার্ভার থেকে বেশ কিছু ডাটা মুছে ফেলা হয়েছে । কে বা কারা এই কাজ করেছে সে বিষয়ে তদন্ত চলছে। বিশেষজ্ঞ দল ইতিমধ্যে সেই ডাটা উদ্ধার করার কাজ শুরু করেছেন ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…