দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্যের ইতিহাসে এই প্রথমবার কোন বাম নেতা বিধানসভা কক্ষে প্রবেশ করতে পারছেন না । ২০২১ শের বিধানসভা নির্বাচনে এইভাবে ‘সাফ’ হতে হল কেন, তাই নিয়ে এখন বাম নেতৃত্বের মধ্যে শুরু হয়েছে কাঁটা ছেঁড়া ! অন্যদিকে এবারের নির্বাচনে নতুন বাম প্রার্থীরা তুলনামূলকভাবে লোকসভার তুলনায় বেশী ভোট পেয়েছেন । ফলে বেশিরভাগ বাম নেতা কার্যত স্বীকার করে নিচ্ছেন, আইএসএফের সাথে হাত মেলানোই ছিল সবথেকে বড় ভুল !
একুশের বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা কোনভাবেই দাগ কাটতে পারেনি । কংগ্রেস নেতৃত্ব প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের উপর আস্থা হারিয়েছেন । এদিকে ‘কিং মেকার’ আব্বাস সিদ্দিকির আইএসএফ কার্যত ভুইফোঁড় দল হয়েও একটি আসন নিয়ে বিধানসভা প্রবেশের টিকিট নিতে পেরেছে । কিন্তু বামফ্রন্ট কিম্বা কংগ্রেসের মত সর্বভারতীয় দল একেবারে মুখথুবড়ে পড়েছে । দলের এই বিপর্যয় মানতে পারছেন না কেহই । বামফ্রন্টের রাজ্যকমিটির প্রথম বৈঠকেই এই নিয়ে মুখ খুলছেন একাধিক নেতা ।
নির্বাচনের পর, আজ সিপিএম এর প্রথম রাজ্যকমিটির বৈঠক বসে ভার্চুয়ালি । সেখানে, অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, এভাবে রাজ্যকমিটিতে পর্যালোচনা না করে আইএসএফ-এর সঙ্গে জোট গঠন নিয়ে । দীর্ঘ কয়েক দশক ধরে ঘাম-রক্ত ঝরিয়ে যে ধর্মনিরপেক্ষ ইমেজ তৈরি করতে পেরেছিল বামদল, এবার এই একটি সিদ্ধান্তে মানুষের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে ! যদিও, এ দিনের রাজ্য কমিটির বৈঠকে জানানো হয়েছে, এখনই জোট ভাঙ্গা হচ্ছে না । তবে জোট সঙ্গীদের যে কেউ ইচ্ছা করলে, বেরিয়ে যেতে পারেন ।
আজকের রাজ্যসভার এই ভার্চুয়ালি বৈঠকে সরাসরি এবারের বিপর্যয়ের জন্য দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় তোলা হয়েছে । আইএসএফ প্রসঙ্গে বলা হয়, তাদের সাথে জোট বাঁধার আগে রাজ্যকমিটিতে কোন আলোচনা করা হয়নি । অন্যদিকে বাংলায় দল হিসাবে না হলেও, মুখ্যমন্ত্রী মমতার গ্রহণযোগ্যতা অনেক বেশী । আর.এস.এস পর্যন্ত মমতার এই জনপ্রিয়তা স্বীকার করে নিয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার পদ্ধতি অনেক ক্ষেত্রেই ঠিক ছিল না । গত এক দশক ধরে তৃণমূল নেত্রী যেভাবে একের পর এক নতুন প্রকল্প নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন, তাতে সমালোচনা, কিম্বা এই প্রকল্পগুলি নিয়ে নানা সময়ে নানা টিকাটিপ্পনী ভালো ভাবে নেয়নি সাধারণ মানুষ ।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আইএসএফ-এর একমাত্র জয়ী সদস্য, ভাঙরের বিধায়ক নৌশাদ সিদ্দিকি । আইএসএফ নিয়ে এত কথা হলেও, তিনি কোন মন্তব্য করতে চাননি । তিনি জানিয়েছেন, বামদল থেকে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি । যদি এমন কিছু হয়, সেইভাবে পদক্ষেপ নেওয়া হবে ! এদিকে আজ বাম নেতা তন্ময় ভট্টাচার্যের প্রসঙ্গ ওঠে । আপাতত আগামী তিনমাস তাকে প্রকাশ্যে মুখ খুলতে নিষেধ করা হয়েছে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…