দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ যত দিন এগুচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা পরিস্থিতি । ভারতে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে । কোনভাবেই লাগামছাড়া সংক্রমণ নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছে না । এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৭ হাজার । যা ছিল সর্বকালীন রেকর্ড । এই অবস্থায় মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে কড়া লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।
গত ২৪ ঘণ্টায় করোনা পরিস্থিতি যে কতটা ভয়াবহ আকার ধারন করছে তার চিত্র ফুটে উঠেছে । একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১,৬৮,৯১২ জন । অন্যদিকে কোভিড ১৯র বলি ৯০২ । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই মুহূর্তে দেশের ১০ টি রাজ্যের অবস্থা বেশ খারাপ বলে ঘোষণা করেছে । নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে স্বাস্থ্য দপ্তর ।
বর্তমান দেশের করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ আকার ধারন করেছে, মহারাষ্ট্র, পাঞ্জাব এবং ছত্তিশগড়ে । এছাড়া দিল্লী, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশের মত রাজ্যগুলিতেও লাগাম ছাড়া সংক্রমণ দেখা দিয়েছে । এই পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকার নিরুপায় হয়ে লকডাউনের সিদ্ধান্ত নিতে পারে বলে ধারনা কড়া হচ্ছে । জানা গেছে, এই সময় মহারাষ্ট্রের করোনা সংক্রমণ মাত্রাছাড়া বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে ।
গতকাল মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে এবং টাস্ক ফোর্সের কর্তারা বৈঠক করেন । সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী আট দিনের লকডাউনে রাজি হয়েছেন উদ্ধব ঠাকরে । তবে সুত্রের খবর, টাস্ক ফোর্সের সদস্যরা এই সময়সীমা ১৪ দিন করার আর্জি জানিয়েছেন । উল্লেখ্য, গতকালের বৈঠকে টাস্ক ফোর্সের সদস্যদের অধিকাংশ ছিলেন রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক । গত একদিনে শুধুমাত্র মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত ৬৩,২৯৮ এবং মারা গেছে ৩৪৯ জন ।
এদিকে বাংলায় চলছে বিধানসভা নির্বাচন । গত কয়েকদিনে রাজ্যেও করোনা সংক্রমণের হার বেড়েছে অনেকটাই । এদিকে নির্বাচনী প্রচারে কোনভাবেই করোনাবিধি মানা হচ্ছে না । আগামীদিনে এটাই মারাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা চিকিৎসক মহলের । গতকালের স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন থেকে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪হাজার ৩৯৮ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। সবচেয়ে খারাপ অবস্থা কলকাতায় । এরপরেই রয়েছে দুই পরগনা ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…