করোনা পরিস্থিতিতে নিজের প্লাজমা দান করার অঙ্গীকার করলেন সচিন
করোনা পরিস্থিতিতে নিজের প্লাজমা দান করার অঙ্গীকার করলেন সচিন

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ সচিন তেণ্ডুলকর একটাই জন্মায় ! আবার প্রমাণ করলেন মাস্টার ব্লাস্টার । এবার করোনা ভাইরাসকে পরাস্ত করে জন্মদিনে নিজের প্লাজমা দানের অঙ্গীকার করলেন তিনি । করোনা পরিস্থিতিতে দেশের এই দুঃসময়ে জন্মদিন পালন নয়, বরং দেশের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন এইভাবে ।

মারন ভাইরাস করোনা ভারতের মাস্টার ব্লাস্টারকে পর্যন্ত ছাড়েনি । কিন্তু করোনাকে পরাস্ত করে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি । এবার নিজের জন্মদিনে করোনার বিরুদ্ধে একসাথে লড়াই করার বার্তা দিলেন তিনি । নিজের টুঁইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে জানিয়েছেন, দেশের এমন সংকটের দিনে প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। একে অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে, তবেই এই মারণ রোগ থেকে মুক্তির পথ প্রশস্ত হবে।

গত্ মাসের ২৭ তারিখ সচিনের করোনা সংক্রমণের কথা প্রকাশ্যে আসে । তারপর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হতে বলেন । গোটা বিশ্বের অসংখ্য অনুরাগী তাঁর আরোগ্য কামনা করে । সকলের প্রার্থনায় সাড়া দিয়ে সম্প্রতি বাড়িতে ফিরেছেন তিনি । এখন সম্পূর্ণ সুস্থ তিনি । এরপর শনিবার ছিল তাঁর ৪৭ তম জন্মদিন । ৪৮ শে পা দেওয়া চিরনবীন সচিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, ‘আপনাদের শুভকামনা আর আশীর্বাদে আমি সুস্থ হয়ে উঠেছি। বন্ধুবান্ধব, পরিবার- প্রত্যেককে পাশে পেয়েছি। সর্বোপরি চিকিত্‍সকরা দারুণভাবে পরিষেবা দিয়েছেন। তাঁদের তরফে আপনাদের জন্য একটা বার্তা রয়েছে। গতবছর আমি একটি প্লাজমা সেন্টারের উদ্বোধন করেছিলাম। যাঁরা একবার কোভিড (COVID-19) আক্রান্ত হয়েছেন, তাঁরা রক্ত দিয়ে অন্য কোভিড রোগীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমিও আমার ডাক্তারের সঙ্গে পরামর্শ করি। তাঁরা জানান, আমি প্লাজমা দিতে পারি। তাই আমি প্লাজমা দিতে চলেছি। আপনাদের বলব, রক্ত দিন। এতে অন্যদের অনেকখানি সুবিধা হবে।’

 

কেন সচিঙ্কে ভালো না বেসে থাকা যায় না ? গতবছর গোটা দেশ করোনা পরিস্থিতির শিকার হয়ে নাজেহাল অবস্থায় থাকাকালীন সচিন আর্থিক অনুদানের পাশাপাশি অনেক দুস্থ মানুষের পাশে দাঁড়ান । তাদের অন্যান্য সাহায্যের পাশাপাশি দিনের পর দিন মুখে অন্ন তুলে দেবার ব্যবস্থা করেন । আজ তাঁর জন্মদিনে সুস্থ শরীর আর দীর্ঘায়ু কামনা করছে গোটা দেশ ।