বাজারে ২০০০ টাকার নোট আর ছাপানো হবে না, জানাল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)
দি আজকের জিউন ওয়েব ডেস্কঃ ২০২০-২১ অর্থ বছরে ২০০০ টাকার নোট আর ছাপানো হবে না বলে জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । একদিকে নিরাপত্তা এবং অন্যদিকে কাগজের যোগান কমে যাওয়ায় বার্ষিক রিপোর্টে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে । বার্ষিক রিপোর্টে, ২০০০ টাকার নোট ছাড়াও অন্যান্য বেশ কিছু বিষয়ের উপর আলোকপাত করেছে ।
সম্প্রতি RBI তাদের বার্ষিক রিপোর্টে জানিয়েছে, চলতি আর্থিক বছরে আর ২০০০ টাকার নোট ছাপানো হবে না । উল্লেখ্য, ২০১৬ সালে সর্বপ্রথম ভারতে ২০০০ টাকার নোট বাজারে ছাড়া হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংক ৮ নভেম্বর ২০১৬ তে ১০০০ এবং ৫০০ টাকার নোট বাজার থেকে তুলে নেয় এবং ১০ নভেম্বর ২০১৬ থেকে নতুন ২০০০ টাকার নোট বাজারে ছাড়ে। বর্তমানে বাজারের সবথেকে বড় নোট হল এই ২০০০ টাকার নোট। এর আগে, ১৯৭৮ সালের জানুয়ারি মাসে রিজার্ভ ব্যাংক বাজার থেকে ১০,০০০ টাকার নোট তুলে নেয়।
এদিকে অনেক দোকানেই ৫০ পয়সা, ছোট ১ টাকার কয়েন নিয়ে আপত্তি তুলছেন । এই বিষয়ের উপরেও বার্ষিক রিপোর্টে আলোকপাত করা হয়েছে । RBI র তরফ থাকে জানানো হয়েছে, এখনও অবদি ৫০ পয়সার কয়েন বাতিল করা হয়নি। তাই সেটি ব্যবহার করলে কোনও অসুবিধা হবে না। বাজারে ৫০ পয়সা, ১,২,৫,১০ ও ২০ টাকার কয়েন এই মুহূর্তে সচল রয়েছে। তাই এই কয়েনগুলি নিতে অস্বীকার করতে পারবে না কোনও ব্যক্তি।
২০০০ টাকার নোট নতুন করে ছাপানো না হলেও এখনই বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে না । ফলে বর্তমানে বাজারে, ২০০০ টাকার কাগজের নোট ছাড়াও ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা এবং ৫০০ টাকা চালু থাকছে । এর আগে, ৫০০ এবং ১০০০ নোট বাতিলের পর নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট বাজারে আনা হয়।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…