দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে ধর্ষণ করে হত্যা করার অভিযোগে পাঁচ জনকে হন্যে হয়ে খুজছে পুলিশ । ঘটনাটি ঘটেছে ইমরান খানের দেশের ওকারা শহরের সাতঘরা এলাকায় ।
স্থানীয় পুলিশ সুত্রে খবর, আজহার হোসেন নামে একজন ব্যাক্তি পুলিশের কাছে অভিযোগ করেন যে, তার পোষা ছাগলটিকে একদল ব্যক্তি যৌন নিপীড়ন ও নির্যাতন করেছে । ছাগলটিকে যৌন নির্যাতন করায় মৃত্যু হয় । অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃত ছাগলটিকে উদ্ধার করে একটি পশু হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালে ময়নাতদন্ত করার পর নিশ্চিত করা হয়, ছাগলটিকে ধর্ষণ করা হয়েছে ।
আপাতত পুলিশ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে । ছাগলটির মালিক আজহার হোসেন জানিয়েছেন, তার প্রিয় ছাগলটির মুল্য ছিল ৬০ হাজার পাকিস্তানি রুপি । ঘটনার দিন ছাগলটি তার নিজের ঘরের সামনে বাঁধা ছিল । অভিযুক্তরা প্রথমে বাঁধন খুলে একটি ফাঁকা স্থানে নিয়ে যায় এবং সেখানে ছাগলটিকে নির্যাতন করে ও ধর্ষণ করে । মি. হোসেন পুলিশকে বলেন, ঘরের সামনে ছাগলটিকে বাঁধা না দেখতে পেয়ে তিনি ক’জন বন্ধুকে নিয়ে খুঁজতে বের হন। এক পর্যায়ে তারা দেখতে পান অভিযুক্তরা ছাগলটিকে নির্যাতন করছে। দূর থেকে তাদের দেখতে পেয়ে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।
এই ঘটনায় ওকারা শহরের সাতঘরা এলাকায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে । হাসপাতাল থেকে যে ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেছে তাতে দেখা গেছে, ছাগলটির উপর স্পষ্টভাবে যৌন ক্রিয়ার প্রমাণ । এই ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে পাকিস্তানের দণ্ডবিধির ৪২৯ ও ৩৭৭ ধারায় মামলা করা হয়েছে। এরমধ্যে ৪২৯ ধারা অনুযায়ী কোন প্রাণীকে হত্যা, আহত কিংবা বিকলাঙ্গ করা হলে দশ হাজার টাকা জরিমানা কিংবা দুই বছরের কারাদণ্ড কিংবা উভয় শাস্তি হতে পারে । এছাড়া ৩৭৭ ধারা অনুযায়ী, প্রকৃতির নিয়মকে অগ্রাহ্য করে কেউ যদি কোন পুরুষ, মহিলা কিংবা কোন প্রাণীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করে তবে তার যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।