দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা বিতর্কিত মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের রোষানলে। কোচবিহারের শীতলকুচি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রান হারিয়েছে ৪ জন । এর পর সহমর্মিতার বদলে রাহুল সিনহা জানিয়েছিলেন, ৪ জনের জায়গায় ৮ জনকে গুলি করে মেরে দিলে ভাল হত ! এই উস্কানিমূলক মন্তব্যের জন্য নির্বাচন কমিশন থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য নির্বাচনী প্রচার বন্ধ করার নির্দেশ দিল ।
গোটা রাজ্যে চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচি কেন্দ্রে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা । নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের গুলিতে প্রান হারায় ৪ জন । বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই ঘটনার পক্ষে এবং বিপক্ষে অনেক কিছুই বলা হয়েছে । কিন্তু হাবড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা যেন অন্য সবাইকে ছাপিয়ে গেলেন । তিনি বলেছিলেন, “৪ জনকে কেন গুলি করল তার বদলে ৮ জনকে গুলি করে মেরে দেওয়া উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীর। কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র যারা কেড়ে নিতে চেয়েছিল তাদের গুলি করে মেরে দেওয়াই উচিত। গুন্ডা, লুটেরাদের যোগ্য জবাব দিয়েছে আধা সেনারা।”
রাহুল সিনহার এই উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয় । তারপরেই নির্বাচন কমিশন রাহুল সিনহার প্রচারে নিষধাজ্ঞা জারি করল। ষষ্ঠ দফায় ২২ এপ্রিল নির্বাচন রয়েছে হাবড়া বিধানসভা কেন্দ্রে। আজ দুপুর ১২ টা থেকে ১৫ এপ্রিল দুপুর ১২ টা অবধি প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাহুল সিনহাকে ।
এদিকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে নিয়েও বিড়ম্বনার মুখে পড়তে পারে গেরুয়া বাহিনী । শীতলকুচির ঘটনা নিয়ে বরানগরের বিজেপি প্রার্থী পার্ণো মিত্রর সমর্থনে নির্বাচনী জনসভা থেকে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘”দুষ্টু ছেলেরা বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে ।” ঘোষবাবুর এই বিতর্কিত মন্তব্যের জন্যও নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে । আগামীকাল সকাল ১০ টার মধ্যে দিলীপ ঘোষকে উপযুক্ত জবাব দিতে বলা হয়েছে ।
এদিকে বিজেপির অপর একজন নেতা সায়ন্তন বসুও নির্বাচন কমিশনের কুনজরে ! তিনি, ধূপগুড়িতে নির্বাচনী প্রচারে গিয়ে বলেছিলেন কেউ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে শীতলকুচি খেলা খেলে দেব। এর পাশাপাশি আরও বলেন ‘তুম এক মারোগে তো হাম চার মারেঙ্গে’। যদিও সায়ন্তন বসুকে নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কোন নোটিশ পাঠানো হয়নি । তবে রাজনৈতিক মহলে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে, তাহলে কি সায়ন্তন বসুর প্রচারের উপরও নেমে আসবে নিষেধাজ্ঞা ? নাকি নোটিস দেওয়া হবে সায়ন্তনকে ?
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…