দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ নির্বাচন কমিশন থেকে হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে দুই দিন প্রচার করতে নিষেধ করা হয়েছিল । কিন্তু নির্বাচন কমিশনের সেই নির্দেশ মানা হয়নি । নির্দেশ পেয়েও নির্বাচনী প্রচার থামাননি তিনি । এবার নির্দেশ না মানায় তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে !
চতুর্থ দফার নির্বাচনের দিন কোচবিহারের শীতলকুচি কেন্দ্রে ঘটে যায় মর্মান্তিক ঘটনা । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে মারা যান চারজন । এরপরেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি সেই ঘটনা নিয়ে শুরু করে কাঁটাছেঁড়া । হাবড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহাও শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন । এর পরেই শাস্তি স্বরূপ নির্বাচন কমিশন থেকে তাকে দুই দিন প্রচার বন্ধ করার নির্দেশ দেয় । কিন্তু দেখা গেছে, কমিশনের নির্দেশকে থোড়াই কেয়ার করে দিব্যি প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি ।
জানা যাচ্ছে, নির্বাচন কমিশন ৪৮ ঘণ্টা প্রচারে নিষেধাজ্ঞা জারি করলেও হাবড়া এলাকায় তাঁর দলের কর্মীরা প্রচার চালিয়ে যাচ্ছেন । হাবড়ার রাস্তায় তাঁর কাট আউটসহ বিভিন্ন এলাকায় রিস্কা করে প্রচার চলছে । এই প্রচারের বিরুদ্ধে মুখ খুলেছেন হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক । ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে রাহুন সিনহার প্রচার নিয়ে অভিযোগও জানিয়েছেন তিনি । এই বিষয়ে রাহুল সিনহা জানিয়েছেন, ‘যারা প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন তারা কেউ নিষেধাজ্ঞার ব্যাপারটা জানতেন না। আমার উপর ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, ওরা কেউ জানে না। তাই ওদের বারণ করে দিয়েছি।’
তবে মুখে যাই বলুক না কেন রাহুল সিনহা, তিনি নিজেও নির্বাচন কমিশনের নির্দেশ মানেন নি । মঙ্গলবার থেকে তাঁর শাস্তি চালু হলেও দেখা গেছে, শুভেন্দু অধিকারীর নির্বাচনী প্রচারে রাহুল সিনহা উপস্থিত ছিলেন । কমিশনের কড়া নির্দেশে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত মুখ বুজে মেনে নিয়েছেন, সেখানে রাহুল সিনহার এহেন আচরণ যথেষ্ট অসস্তিতে ফেলে দিয়েছে গেরুয়া দল ।
অতীতে দেখা গেছে,নির্দেশ না মানায় অনেক প্রার্থীকে ব্যান করেছে নির্বাচন কমিশন । এদিকে এমনিতেও বারংবার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস দাবী জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অঙ্গুলিহেলনে নির্বাচন কমিশন চলছে ? এবার রাহুল সিনহার নিষেধাজ্ঞা স্বত্বেও এই প্রচার সেই অভিযোগকে আরও জোরালো করে তুলবে বলেই রাজনৈতিক মহল মনে করছে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…