দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বাংলার রাজনীতিতে ভোট কৌশলী প্রশান্ত কিশোর এখন রীতিমত হিরো ! গোটা দেশে বিজেপি বিরোধী জোট বন্ধন তথা তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট নিয়ে পিকে নিজের কথা জানালেন । তার পরিষ্কার যুক্তি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারবে না। রাজনীতি অঙ্গনে পিকের এই মন্তব্যকে কোনভাবেই হালকা করে দেখছে না অবিজেপি দলগুলি । ফলে ২০২৪ শের লোকসভা নির্বাচনে ফের উল্লেখযোগ্য ভূমিকায় দেখা যেতে পারে প্রশান্ত কিশোরকে ।
২০২১ শে রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পিছনে প্রধান কারিগর হিসাবে প্রশান্ত কিশোরের ভুমিকা আছে বলে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন । এদিকে আগামী দিনে লোকসভা নির্বাচনে কিভাবে বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল বিজেপিকে প্রতিহত করা হবে তাই নিয়ে শরদ পাওয়ারের বাড়িতে মেগা বৈঠক বসছে । পি কে উক্ত বৈঠকে না থাকলেও, তার আগাম মন্তব্য জোটের ক্ষেত্রে বড়ো প্রশ্নচিহ্ন তুলে দিলো। অনেকেই ভাবতে শুরু করেছেন, তাহলে লোকসভা নির্বাচন ঘিরে প্রশান্ত কিশোরের আলাদা কোন কৌশল থাকছে ?
এদিকে, বিধানসভা নির্বাচনে লড়াই ছিল মূলত ‘মোদী-মমতা’ কেন্দ্রিক । বাংলার রাজনীতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মোদীকে থামিয়ে নিজের জয় ছিনিয়ে নিয়েছেন, তাতে আগামী দিনে ভারতের রাজনীতিতে প্রধান অবিজেপি মুখ হিসাবে অনেকেই মমতাকে ভাবতে শুরু করেছেন । সেক্ষেত্রে, রাজনৈতিক মহলের একাংশের মতে, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বড়ো পরিকল্পনা রয়েছে তৃণমূলের। আর সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বড়ো ভূমিকায় উঠে আসতে পারেন প্রশান্ত কিশোর।
আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে বিজেপি বিরোধী রাজনৈতিক দল হিসাবে এককভাবে জাতীয় স্তরে তুলে ধরে অন্য দলগুলিকে একই ছাতার তলায় আনতে চাইছেন প্রশান্ত কিশোর ? কারন বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় মোদী বিরোধী মুখ হিসাবে সবার আগে রয়েছেন । এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে । কিন্তু সব প্রশ্নের উত্তর রয়েছে সেই একজনের কাছে – প্রশান্ত কিশোর ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…