তৃনমূলের টিকিটে রাজ্যসভার সদস্য পদ পেতে পারেন প্রশান্ত কিশোর
তৃনমূলের টিকিটে রাজ্যসভার সদস্য পদ পেতে পারেন প্রশান্ত কিশোর

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ভোট পর্ব মিটে গেছে । রাজ্যে তৃতীয় বারের মত ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল কংগ্রেসের এই জয়ের পিছনে নেপথ্য নায়ক ছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর । এবার রাজ্যসভায় দীনেশ ত্রিবেদীর যে জায়গা খালি পড়ে আছে সেখানে নাম উঠছে পি কের । এছাড়া আরও একটা রাজ্যসভার পদ খালি হবার সম্ভবনা রয়েছে । সেটি হল মানস ভুঁইয়ার ।

২০১৯শের লোকসভা নির্বাচনের পর তৃনমূলের মধ্যে যে ভাঙ্গন তৈরি হয়েছিল, সেটা খুব দ্রুত মেরামত করার পিছনে প্রশান্ত কিশোরের অবদান ছিল অনেক । দলের নিচু তলার কর্মী সমর্থকের ফের সংগঠিত করা এবং মনোবল চাঙ্গা করার জন্য ‘দিদিকে বল’ কিম্বা ‘দুয়ারে সরকার’ ছিল আদতে পি কের মস্তিস্ক প্রসুত । এই প্রকল্পগুলির মাধ্যমে দলের রক্তক্ষরণ বন্ধ তো হয়েছেই, উপরি পাওনা তৃণমূল মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে । এবার সেই নেপথ্য নায়কের পুরস্কৃত করার পালা । এখনও সিলমোহর না পড়লেও রাজ্যসভার পদটির জন্য সেই বিহারের যুবকের নাম উঠে আসছে ।

বিধানসভা ভোটের আগে তৃনমূলের রাজ্যসভার সদস্য দীনেশ ত্রিবেদী পদত্যাগ করেন । ফলে এই পদটি এখন খালি অবস্থায় আছে। অন্যদিকে রাজ্যসভার অপর একজন সদস্য মানস ভুঁইয়া নির্বাচনে জিতে বিধায়ক হওয়ায় তার পদটিও খালি হবার সম্ভবনা তৈরি হয়েছে ।এই অবস্থায় প্রশান্তের নামই সর্বাধিক আলোচিত। বিধানসভা ভোটে বিপুল জয়ের পরে ভোট-কুশলীর কাজে ইতি টানার কথা ঘোষণা করেছেন । তৃণমূল সূত্রে খবর, সক্রিয় রাজনীতিতে প্রশান্তের আগ্রহ বরাবরই । মতাদর্শের দিক থেকে কট্টর বিজেপি-বিরোধী হওয়ার কারনে এবং দলের তরুন প্রজন্মের মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বোঝাপড়াও ভাল ও দক্ষ রাজনীতিবিদ – ফলে পছন্দের তালিকায় প্রশান্তকে নিয়ে চিন্তাভাবনা হচ্ছে ।

এদিকে, মানস ভুঁইয়া এবারের নির্বাচনে জিতে বিধায়ক হবার কারনে তার রাজ্যসভার সদস্য পদটি খালি হবে । সেখানে বাজপেয়ী মন্ত্রিসভার অর্থমন্ত্রী যশবন্ত সিনহাকে নিয়ে ভাবনা শুরু হয়েছে । প্রবল মোদী বিরোধী যশবন্তের সাথে মুখ্যমন্ত্রী মমতার অনেক পুরানো সুসম্পর্ক রয়েছে । গত লোকসভা ভোটের সময় থেকেই মমতা-যশবন্ত সম্পর্ক ভাল। দু’বছর আগে ব্রিগেডে মমতার সভাতেও ছিলেন তিনি। এ বারের বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়ে কলকাতায় থেকে লাগাতার তৃণমূলের মুখপাত্রের কাজই করেছেন তিনি। এছাড়া তার মত একজন দক্ষ রাজনীতিবিদ দলের শক্তি অনেকটাই বাড়িয়ে তুলতে পারে । তবে আরও দুই একজনের নাম সামনে এলেও এই দুইজনের নাম নিয়েই এখন নাড়াচাড়া চলছে বলে খবর ।