রাজ্যে মোদীর সভা বাতিল নিয়ে ফের রাজনৈতিক সমালোচনা শুরু হল
রাজ্যে মোদীর সভা বাতিল নিয়ে ফের রাজনৈতিক সমালোচনা শুরু হল

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বিগত কয়েকদিনে রাজ্যে করোনা পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠেছে । ২২ তারিখ ভোট দান পর্ব মেটার পর নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, নির্বাচনী প্রচারে আর কোন বড় জনসভা, মিটিং, মিছিল কিম্বা রোড শো করা যাবে না । কিন্তু এই ঘোষণার পরেই সমস্যা বেঁধেছে অন্য জায়গায় । শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৪টি জনসভা করার কথা ছিল রাজ্যে । তিনি টুইটের মাধ্যমে সেই সভা বাতিল করার কথা জানান । এর পরেই নির্বাচন কমিশন থেকে প্রচার বন্ধের নির্দেশিকা জারি করা হয় । এবার সেই প্রসঙ্গ তুলে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে সমালোচনা শুরু করলেন ।

নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, রাজ্যে যে চারটি জনসভা করার কথা ছিল, সেটি বাতিল করা হল । এরপরেই কোভিড পরিস্থিতির জন্য নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করে কমিশন। এ প্রসঙ্গে অভিষেক প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশনের এই ঘোষণা এবং মোদীর বঙ্গ সফর বাতিল কি নিছকই কাকতালীয় ? নাকি মোদী রাজ্যে জনসভা করতে পারছেন না বলেই নির্বাচন কমিশন থেকে প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হল !

মোদী এবং অমিত শাহকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিলেন তৃণমূল নেতা অভিষেক । তিনি এদিন জানান, ‘নির্বাচন কমিশনের ‘এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল । এটা কার্যকর হল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর অঙ্গুলি হেলনের পর ।’ তবে অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করোনা পরিস্থিতি স্বীকার করে নিয়ে নিজের জনসভা বাতিল করেছেন । নিজের টুঁইটার অ্যাকাউন্ট থেকে তৃণমূল সুপ্রিমো লেখেন,  ‘রাজ্যে এবং দেশে কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে এবং নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আমি আমার সমস্ত পূর্ব নির্ধারিত জনসভা বাতিল করছি। আগামীতে ভার্চুয়াল প্ল্যাটফর্মেই জনসংযোগ করব আমরা’।