পরিস্থিতি সামাল দিতে এবার জার্মানি থেকে আনা হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট
পরিস্থিতি সামাল দিতে এবার জার্মানি থেকে আনা হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অক্সিজেনের অভাবে প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছে রোগী, অন্য দিকে হাসপাতালের বাইরে তার পরিজনরা কিছুই করতে না পেরে চোখের জল ফেলছেন । দুইদিন আগেও এমন চিত্র ধরা পড়েছে । অক্সিজেন দ্রুত পৌঁছে দেবার জন্য ভারতের বায়ুসেনা সেনাবাহিনীর মালবাহী বিমান কাজে লাগিয়েছে । কিন্তু সেই অক্সিজেনের ঘাটতি মেটাবার জন্য এবার জার্মানি থেকে উন্নত প্রযুক্তির অক্সিজেন প্ল্যান্ট আমদানি করছে কেন্দ্র ।

দেশজুড়ে কোভিড হাসপাতালগুলিতে যে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে, তার জন্য বিদেশ থেকে প্ল্যান্ট আমদানি করছে কেন্দ্রীয় সরকার । কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, দেশে অক্সিজেনের ঘাটতি মেটাবার জন্য জার্মানি থেকে বিমানে করে মোট ২৩টি মোবাইল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট দেশে আনা হচ্ছে । আগামী সাত দিনের মধ্যেই দেশে চলে আসবে এই আধুনিক প্ল্যান্টগুলি । আশা করা হচ্ছে, দেশের অক্সিজেনের চাহিদা সাময়িকভাবে পূরণ হবে ।

দেশের করোনা চিকিৎসায় অক্সিজেন ঘাটতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এর পরেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোভিড হাসপাতালগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন । যত শীঘ্র সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি। দেখা গেছে, সবচেয়ে বেশী অক্সিজেনের ঘাটতি রাজধানী দিল্লীতেই । এর পরেই রয়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, তামিলনাড়ু, কেরালা, মধ্যপ্রদেশ, কর্নাটক । এই রাজ্যগুলিতেই এখন প্রচুর পরিমাণে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে ।

এ কথা অস্বীকার করার উপায় নেই, আতঙ্ক বাড়াচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিনই সংক্রমণে রেকর্ড গড়ছে দেশ।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৩২,৭৩০। যা কার্যত সর্বাধিক। একে করোনার অস্বাভাবিক বৃদ্ধি, অন্যদিকে দেশজুড়ে অক্সিজেনের ঘাটতি চিন্তা বাড়াচ্ছে। বিভিন্ন শহরে রোগীর জন্য হন্যে হয়ে অক্সিজেন সিলিন্ডার খুজতে দেখা যাচ্ছে রোগীর পরিজনদের । ভারতে  এই মুহূর্তে প্রতিদিন ৭ হাজার মেট্রিকটন অক্সিজেন তৈরি করার ব্যবস্থা আছে । কিন্তু বর্তমানে চাহিদা এর থেকেও বেশী তৈরি হয়েছে । পরিস্থিতি সামলাতে তাই অ্যামেরিকা , জার্মানি, জাপান, ইটালি-সহ মোট ৬টি দেশ থেকে অক্সিজেন আমদানির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।