হিংসা ছড়ানোর জন্য ওড়িশার ছবি বাংলার বলে প্রচার ! অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
হিংসা ছড়ানোর জন্য ওড়িশার ছবি বাংলার বলে প্রচার ! অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্যের ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । তৃনমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনে হেরে গিয়ে বিজেপির আইটি সেল এই মিথ্যা খবর ছড়াচ্ছে।  এদিকে বাম সংগঠন তৃনমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলেছে । পাশাপাশি সামাজিক মাধ্যমে বিজেপির ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধেও সরব হয়েছে ।

নির্বাচনের ফল প্রকাশের দিন থেকেই রাজ্যে রাজনৈতিক হিংসা শুরু হয়েছে । বিভিন্ন জায়গা থেকে একাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে । কিন্তু সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়া কিছু খবর ভাইরাল হলেও দেখা যাচ্ছে তাঁর মধ্যে বেশ কিছু এই রাজ্যের ঘটনা নয় । যেমন, মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে একটি টুইট ভাইরাল হয়েছে । সেখানে অভিযোগ তোলা হয়েছে, বীরভূমের দুই বিজেপি মহিলা এজেন্টকে ধর্ষণ করা হয়েছে । একাধিক মহিলাকে নিগ্রহ করা হয়েছে বলেও জানানো হয় । রাজ্যপুলিশ বিজেপির ঐ টুঁইটারটি ভুয়ো বলে চিহ্নিত করেছে ।

রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওড়িশায় এ বছরের জানুয়ারিতে পুলিশের গাড়িতে হামলার একটি ভিডিওকে রাজ্যের ভোট পরবর্তী হিংসার ছবি হিয়াবে ব্যবহার করেছে বিজেপি । অন্যদিকে একটি জ্বলন্ত বাড়ির ছবি পোস্ট করে সেটি সিপিএমের অফিস পড়ানোর কথা বলা হয়েছে । আই টি বিশেষজ্ঞ প্রতীক সিনহা টুইটারে এই বিষয়ে কিছু আলোকপাত করেছেন । তিনি দেখিয়েছেন, গত বছরের অগস্টে বাংলাদেশের গোলমালের ছবিকেও এ রাজ্যের বলে চালানো হয়েছে। ২০২০-র সেপ্টেম্বরের অন্য কোনও জায়গার অস্ত্রশস্ত্র নিয়ে ফুর্তি-উল্লাস করার একটি ভিডিও ক্লিপস “খেলা হবে’ গানের সাথে যুক্ত করে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে । অথচ আগস্ট মাসে ‘খেলা হবে’ গান তৈরি হয়নি ।

অস্বীকার করার নেই, ভোট পরবর্তীকালে রাজ্যে হিংসা শুরু হয়েছে । তবে এই অশান্তির মধ্যে যদি ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাহলে এই ধরনের ঘটনা আরও ঘটবে । কারন, পরিস্থিতি উতপ্ত থাকলে, যে কোন খবর যাচাই করার মানসিকতা না দেখিয়ে অন্যকে শেয়ার করার প্রবণতা বেশী থাকে । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেত্রী, জামুড়িয়ার সিপিএম প্রার্থী ঐশী ঘোষ সোশ্যাল মিডিয়ায় নিজের দলের কর্মী সমর্থকদের জানিয়েছেন, ”সাম্প্রদায়িক বিভাজনের উদ্দেশ্যে বিজেপি-আরএসএস প্রচুর মিথ্যে খবর ছড়াচ্ছে। কোনও খবর, ছবি ছড়ানোর আগে দয়া করে যাচাই করুন।”

বিজেপি বিরোধীদের দাবী, পরিকল্পিতভাবে রাজ্যের ভাবমূর্তি খারাপ দেখাতে চাইছে গেরুয়া শিবির । সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, পশ্চিমবাংলার আইনশৃঙ্খলা নিয়ে দেশজুড়ে অভিযোগ তুলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা করা হচ্ছে । কারন হিসাবে তারা জানিয়েছে, টুইটারে বিজেপি #President rule in Bengal Trending ব্যবহার করেছে । তৃণমূল সাংসদ মহুয়া মিত্র অভিযোগ জানিয়ে বলেছেন, ”বিজেপির মিথ্যে ছড়ানোর বাহিনী দেশজুড়ে প্রচার করছে বাংলা জ্বলছে। মিথ্যা বন্ধ কর। এ জন্য তোমরা বাংলা হারিয়েছো, দেশও হারাবে।”

রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে পুলিশ মহলের উপদেশ, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের এই উত্তপ্ত পরিস্থিতিতে আরও সতর্ক থাকতে হবে । সেখানে কোন কিছু দেখেই বিশ্বাস করা উচিৎ নয় । বরং শেয়ার করার আগে, সেটা গুগলে রিভার্স ইমেজ সার্চ অপশনে গিয়ে মিলিয়ে দেখা যায়। নিজে তা না পারলে ভুয়ো খবর ধরার বিভিন্ন সাইটের সঙ্গে যোগাযোগ করে যাচাই করা যেতে পারে । কারন করোনা পরিস্থিতির মধ্যে সবাইকে একসাথে লড়াই করতে হবে । হিংসার ঘটনা এড়িয়ে যাবার জন্য সবাইকে সতর্ক থাকা বাঞ্ছনীয় ।