নুসরত-নিখিলের সম্পর্ক প্রশ্নের মুখে ! নতুন প্রেমিক কে ?
নুসরত-নিখিলের সম্পর্ক প্রশ্নের মুখে ! নতুন প্রেমিক কে ?

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ভারত ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী এবং লোকসভার সাংসদ নুররত গত বছরেই বিবাহের বন্ধনে আবদ্ধ হন ফ্যাশন ডিজাইনার এবং ব্যবসায়ী নিখিল জৈনের সাথে । কিন্তু কানা ঘুসোয় জানা যাচ্ছে সম্প্রতি তাদের সম্পর্কে চিড় ধরেছে ! তাহলে নুসরত জাহানের জীবনে নতুন করে কে এল ?

দিনটি ছিল ২০১৯ সালের ১৯ জুন । স্থান তুরস্কের বন্দর শহর বোদরুমের সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া রিসোর্ট । সেখানে খুব জাঁকজমক করে বিবাহ হয় নুসরাত জাহান ও নিখিল জৈন।নুসরত একদিকে জনপ্রিয় তারকা এবং লোকসভার সাংসদ, অন্য দিকে নিখিল জৈন রাজনীতি কিম্বা চলচ্চিত্রের সাথে যুক্ত নন । এমপি বিড়লা ফাউন্ডেশনে পড়াশোনার পর পাড়ি দেন বিদেশ । যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের ওপর পড়াশোনা করে ব্যবসায়ে নামেন । ২০১৮ সালে পূজায় ব্যবসায়ী নিখিল জৈনের শাড়ির ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়েছিলেন নুসরাত জাহান। সেখান থেকেই দুজনের পরিচয় ঘনিষ্ঠতা তারপর বিয়ে ।

সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস থেকে অনুমান করা হচ্ছে সম্পর্কের ভাঙন ধরার বিষয়ে । এমনিতেই টলি পাড়ায় কান পাতলে একের পর এক ভাঙনের সুর শোনা যাবেই । এখন যেমন বেজে চলেছে অপর এক জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী আর তার তৃতীয় স্বামী রোশান সিং-এর বিচ্ছেদের সুর । তেমনই আলাদা থাকা শুরু করেছেন নুসরত-নিখিল । বর্তমানে তিনি নিজের মা-বাবার কাছে থাকতে শুরু করেছেন । এরই মাঝে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে দেখা যাচ্ছে অপর এক টলি তারকাকে । তিনি আর কেউ নন, সুদর্শন যশ দাশগুপ্ত ।

টলি পাড়ায় শোনা যাচ্ছে, ২০২০ সালের জুলাইয়ে ‘এসওএস কলকাতা’ ছবির শুটিংয়ের সময় কাছাকাছি আসেন নুসরত এবং যশ এবং তাদের ঘনিষ্ঠতা বাড়ে । নিজেদের ইনস্টাগ্রামে তারা দুজনেই নিজেদের ছবি শেয়ার করেন । এমন কি, নুসরত জাহান নিজের অ্যাকাউন্টে যশের সাথে একটি রোম্যান্টিক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,  ‘লোকে তো কথা বলবেই।’