দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমশ আরও খারাপের দিকে যাচ্ছে । একদিকে সাধারণ মানুষের পাশাপাশি নির্বাচনী প্রার্থী অন্য দিকে নির্বাচন কমিশনের বেশ কিছু কর্মী করোনায় আক্রান্ত । আবার কয়েকটি কেন্দ্রে প্রার্থী মারা যাওয়ায় ভোট প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে । এই অবস্থায় ভোট গণনার ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে নয়া নিয়ম চালু করা হয়েছে। এই অবস্থায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে গণনার একদিন আগে দলের সমস্ত প্রার্থীদের নিয়ে জরুরী বৈঠক ডেকেছেন ।
জানা গেছে, ভোট গণনার জন্য দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দুপুর ১২ টায় প্রার্থীদের নিয়ে জরুরী বৈঠক ডেকেছেন । এছাড়া বৈঠকে থাকতে বলা হয়েছে, দলীয় প্রার্থীদের নির্বাচনী এজেন্টদেরও। তবে এই বৈঠক ভার্চুয়ালি হবে । বৈঠকে উপস্থিত থাকবেন ২৮৮ জন প্রার্থী এবং তাদের এজেন্টরা । প্রার্থী মৃত্যুর কারনে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট হয়নি। জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন। তাই তাঁকে এই বৈঠকে যোগ দিতে বলা হয়নি।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে করোনা পরিস্থিতির জন্য গণনার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে । নির্দেশ দেওয়া হয়েছে, কোভিড রিপোর্ট নেগেটিভ হলেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে এজেন্টদের। কমিশনের এই নিয়ম জারি করার পর বুধবার রাতে প্রার্থী এবং এজেন্টদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে । এই বিষয়ে তৃণমূল থেকে কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে । এছাড়াও সামাজিক দূরত্ববিধি মানার জন্য সংক্রমণের কথা মাথায় রেখে গণনা কেন্দ্রে টেবিলের সংখ্যা এক রেখে ঘরের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে।
এবারের বিধানসভা নির্বাচনে কমিশনের সাথে শাসক দল তৃনমূলের কোনভাবেই বনিবনা হচ্ছে না । একাধিক ক্ষেত্রে কমিশনকে বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ উঠে এসেছে । এদিকে দলের অন্দর মহলের খবর, কমিশনের ভোট গণনার ক্ষেত্রে নতুন নিয়ম তৃণমূল নেতৃত্বের পছন্দ হয়নি । তাই মনে করা হচ্ছে, গণনা কেন্দ্রের ‘মাটি আঁকড়ে’ পড়ে থাকতে প্রার্থীর এজেন্টদের নির্দেশ দেবেন মমতা।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…