দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ দলবদলু সোনালী গুহ ফের তৃণমূলে ফেরার জন্য এবার মমতার বাড়িতে । ‘আসতে চাইলে আসবে। ওয়েলকাম তাঁদের’, মুখ্যমন্ত্রীর এই আশ্বাসবাণী পাবার পরেই একেবারে নাছোড়বান্দা এই প্রাক্তন তৃণমূল নেত্রী । তাকে ফের দলে নেওয়া হবে কি না, সে বিষয়ে সম্ভবত জানা যাবে ৫ ই জুনের দলীয় বৈঠকের পর, এমনটাই ধারনা করা হচ্ছে ।
২ মে, রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয় । গেরুয়া শিবিরের ‘এবার ২০০ পার’ স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে রেকর্ড আসন নিয়ে তৃতীয়বারের মত ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায় । ফল প্রকাশের এক মাসের মধ্যেই যারা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন, ফের দলে আসার জন্য ঝাঁপাতে চাইছেন ।এই ‘ঘর ওয়াপসির’ মধ্যে অন্যতম একসময়ের ডাকাবুকো তৃণমূল নেত্রী সোনালী গুহ । সোশ্যাল মিডিয়ায় দলে ফিরতে চেয়ে নেত্রীকে খোলা চিঠি দিয়েছেন । এবার সোজা কালীঘাটে মমতার বাড়ি দেখতে পাওয়া গেল তাকে ।
নির্বাচনের আগে দলীয় টিকিট না পেয়ে চোখের জল ধরে রাখতে পারেন নি সোনালী । রীতিমত হাঁকডাক দিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি । কিন্তু সেখানে তেমনভাবে সমাদর পাননি তিনি, এমনটাই অভিযোগ তাঁর ! এরপর ভোটের ফল প্রকাশের পরেই, একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী অভিমানী সোনালি গুহ (Sonali Guha) ক্ষমা চেয়ে খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন । শাসক দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত অবশ্য তেমন সাড়া পাওয়া যায়নি । তবে নিচু তলার কর্মীদের নেত্রীর কাছে অনুরোধ, সোনালী গুহের মত এমন নেত্রীকে ফের দলে না নেওয়র ।
এদিকে শনিবার কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতার বাড়িতে সোনালী গুহকে দেখে গুঞ্জন শুরু হয়েছে । জানা গেছে, সাতগাছিয়ার এই প্রাক্তন তৃণমূল বিধায়কে ডেকে পাঠিয়েছিলেন মমতা নিজেই । শোনা গেছে, দিদির এই ‘ডাক’ আসলে ছিল পারিবারিক কারনে! তবে ‘দিদি’ ডেকেছেন, এতেই অতি আপ্লূত হয়ে পড়েছেন তিনি । সেখানে তাদের মধ্যে কি কথা হয়েছে, জানা যায়নি । তবে আগামী ৫ই জুন, তৃণমূল ভবনে সাংগঠনিক বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দলীয় সূত্রে খবর, সেখানেই ‘ঘর ওয়াপসির’ দের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।