দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে তৃণমূল-গেরুয়া শিবিরে শুরু হল চাপানউতোর! একদিকে তৃণমূলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ । অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সাফাই, একজন প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশ সফরে যেতেই পারেন তিনি । এছাড়া সেদেশে মাজার এবং হিন্দু মন্দির- দুই জায়গাতে গেলেও মমতার অভিযোগ কেন হিন্দু মন্দিরের ক্ষেত্রে !
রাজ্যে প্রথম দফা নির্বাচনের দিন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে সমালোচনা শুরু হয়েছে । একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন ‘কেন মোদীকে পাশপোর্ট, ভিসা দেওয়া হল ?’ । তিনি দাবী করেছেন, বাংলার নির্বাচনকে মাথায় রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্যের এক বিশেষ শ্রেণীর ভোটারকে প্রভাবিত করার জন্য নরেন্দ্র মোদীর এই বাংলাদেশ সফর । অন্যদিকে মমতার দাবী খণ্ডন করতে বিজেপির পক্ষ থেকে সাফাই দেওয়া হল নির্বাচন কমিশনকে ।
তৃণমূলের অভিযোগের ভিত্তিতে গেরুয়া শিবিরের দাবী, এই মুহূর্তে দেশে মোট ৫ টি রাজ্যে নির্বাচন হচ্ছে । তাই মোদীর ক্ষেত্রে নির্দিষ্ট একটি রাজ্যের নির্বাচন মাথায় রেখে বাংলাদেশ সফর বাতিল করার প্রশ্ন ওঠে না । এছাড়া তৃণমূলের আপত্তি প্রধানমন্ত্রীর মাজারে যাওয়া নিয়ে নয়, বরং ওলাকান্দিতে হিন্দু মন্দিরে কেন গিয়েছিলেন তাই নিয়ে ।
নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, নরেন্দ্র মোদী ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরে গিয়েছিলেন সেটাতে কোন আপত্তি নেই। ২৬ মার্চ বাংলাদেশের ৫০ তম স্বাধীনতা দিবস ছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আমন্ত্রিত হয়ে তিনি যেতেই পারেন । কিন্তু ২৭ মার্চ রাজ্যে যেদিন প্রথম দফা নির্বাচন, সেদিন কি করেছেন ? বাংলার নির্বাচনকে মাথায় রেখেই উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভোটারদের প্ররোচিত করতে তিনি এই কাজ করেছেন ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ২৭ মার্চ বাংলাদেশ সফরে পরোক্ষভাবে প্রচার চালিয়েছেন সেটি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে । তৃণমূলের পক্ষ থেকে আরও দাবী করা হয়েছে, অতীতে ভারতের কোন প্রধানমন্ত্রী এইভাবে অনৈতিক এবং অসাংবিধানিক পদক্ষেপ করেননি এবং এইভাবে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেননি।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…