শুভেন্দুর দিক থেকে নারদ জল্পনা অস্বীকার করা হল
শুভেন্দুর দিক থেকে নারদ জল্পনা অস্বীকার করা হল

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বিধানসভা নির্বাচনের পর ফের নারদ মামলা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে । ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিজেপি বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চার্জশিট পেশ করার জন্য লোকসভার স্পীকারের থেকে অনুমতি চেয়েছে । এদিকে দিল্লী গিয়ে বারবার প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নারদ মামলা নিয়ে কোন কথাই হয়নি বলে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করেছেন । সিবিআইের নারদ মামলা নিয়ে সেখানে আলোচনা হয়েছে কি না এই প্রশ্ন নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে । কেন্দ্রে তাদের দাথে নারদ নিয়ে কোন আলোচনা হয়নি বলে শুভেন্দুর পক্ষ থেকে জানানো হয়েছে । উল্লেখ্য, মঙ্গলবার দিল্লীতে অমিত শাহের সাথে এবং বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হয় বিরোধী দলনেতার । এরপর একই দিনে ফের অমিত সাহের সাথে বৈঠক করেন তিনি ।

নারদ মামলায় রাজ্যের তৃনমূলের চার বিধায়ক মন্ত্রীকে গ্রেপ্তার করে সিবিআই । ২১ শের বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক আসন নিয়ে তৃতীয়বারের মত ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস । রাজনৈতিক মহলের একাংশের ধারনা, নির্বাচনে পরাজিত হয়ে প্রতিহিংসাবশত কেন্দ্রের গেরুয়া সরকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে এই কাজ করিয়েছে । এদিকে, নারদা কাণ্ডে উঠে আসে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নাম ।

শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে জানানো হয়েছে,  প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবার তাঁর বৈঠকে রাজ্যে ভোট-পরবর্তী লাগাতার হিংসা নিয়ে আলোচনা হয়েছে। তিনি সিবিআইয়ের নারদা মামলা থেকে মুক্তি পেতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন, এই খবরটা সত্যি নয় । এদিকে তার বিরুদ্ধে চার্জশিট জমা দেবার জন্য লোকসভার স্পীকারের অনুমতি চাওয়া হলেও এখনও কোন উত্তর আসেনি ।