দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ সকাল থেকেই রাজ্যের সব থেকে আলোচিত কেন্দ্র নন্দীগ্রামে ভোট পর্ব শুরু হয়েছে । রাজ্যের পাশাপাশি গোটা দেশ তাকিয়ে আছে এই কেন্দ্রের দিকে । মমতা-শুভেন্দু দ্বৈরথে কার গলায় উঠবে জয়মাল্য ! এই নিয়েই চলছে চর্চা । সেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু নিজের ভোট দিয়েই জানালেন, নন্দীগ্রামের ভোটারদের সাথে তাঁর পুরানো সম্পর্ক রয়েছে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শুভেন্দু কেন এই কথা বললেন !
আজ রাজ্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ৩০ টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে । কিন্তু সবার নজর নন্দীগ্রামে । কারন সেখানে তৃণমূল প্রার্থী মমতা এবং বিজেপি প্রার্থী শুভেন্দু । সকাল সকাল নন্দীগ্রামের নন্দ নায়েক বাড়ের ৭৬ নম্বর বুথে বাইক চালিয়ে ভোট দিতে এসেছিলেন শুভেন্দু । ভোট দেবার পর সাংবাদিকদের সামনে বেশ আত্মপ্রত্যয়ী দেখাচ্ছিল তাকে । তিনি বলেন, “ভোটারদের সঙ্গে পুরনো সম্পর্ক। এখানে জিতব। জমি আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বাজে কথা বলছেন। এখানে উন্নয়ন জিতবে, তোষণ পরাজিত হবে। সোনার বাংলা তৈরি হবে।’
আজ দ্বিতীয় পর্বে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনাতে ভোট গ্রহণ চলছে । এর মধ্যে পূর্ব মেদিনীপুরে রয়েছে, নন্দীগ্রাম, পূর্ব পাঁশকুড়া, পশ্চিম পাঁশকুড়া, তমলিক, হলদিয়া, মহিষাদল, ময়না, নন্দকুমার, চণ্ডীপুর – এই নয়টি আসন।
আজ বাংলায় চার জেলার ৩০ কেন্দ্রে ভোটগ্হণ শুরু হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনার ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। পূর্ব মেদিনীপুরের যে ৯ কেন্দ্রে ভোট চলছে সেগুলো হল- নন্দীগ্রাম, পূর্ব পাঁশকুড়া, পশ্চিম পাঁশকুড়া, তমলিক, হলদিয়া, মহিষাদল, ময়না, নন্দকুমার, চণ্ডীপুর। এর মধ্যে নন্দীগ্রামে গতকাল সন্ধ্যা ৬ টা থেকে চালু ১৪৪ ধারা । এই কেন্দ্রে ৩৫৫ টি বুথকেই স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন । এছাড়া পশ্চিম মেদিনীপুরের ডেবরা, কেশপুর, চন্দ্রকোণা, ঘাটাল, দাসপুর, খগড়গপুর, পিংলা, সবং, নারায়ণপুর এবং বাঁকুড়ার তালডাোলা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার চার কেন্দ্র পাথরপ্রতিমা, গোসাবা, সাগর ও কাকদ্বীপে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে অশান্তির খবর পাওয়া গেছে ।