দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন । আর এই নির্বাচন ঘিরেই চলছে একে অপরকে টেক্কা দেবার লড়াই । এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নালিশ জানানো হল নির্বাচন কমিশনে । নির্বাচন বিধি ভঙ্গ করে সব জায়গায় মোদীর ছবি দেওয়া হচ্ছে । এই অভিযোগ জানিয়েছে শাসক দল তৃণমূল ।
বুধবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গ করার অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল দল । ফিরহাদ হাকিমের নেতৃত্বে শাসক দল তৃণমূলের প্রতিনিধি দল কলকাতার নির্বাচন কমিশনের দপ্তরে উপস্থিত হয়ে এই নালিশ জানিয়েছে । নালিশ জানানোর পর ফিরহাদ হাকিম সাংবাদিকদের সামনে বলেন, ”আশা করি সুবিচার পাব। আশা করি বিজেপি-র কথায় অন্তত ভারতের নির্বাচন কমিশন প্রভাবিত হবে না।”
উল্লেখ্য, রাজ্যে প্রায় সব জায়গায় যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ফেস্টুন যেমন দেখা যাচ্ছে, ঠিক তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ছবি পরিলক্ষিত হচ্ছে । বিশেষ করে, পেট্রোল পাম্প, করোনা টিকার সার্টিফিকেটে নরেন্দ্র মোদীর ছবি । শাসক দলের মতে, যেহেতু নরেন্দ্র মোদী শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী নন, তিনি এবারের রাজ্য বিধানসভা নির্বাচনের অন্যতম প্রচারক, সেহেতু সব জায়গায় তাঁর ছবি থাকা নির্বাচন বিধির বিপক্ষে যাচ্ছে । এই কারনেই নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ জানানো হয়েছে ।
এই বিষয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ”মোদীর নির্বাচনী প্রচারে সরকারি মদতের বিরুদ্ধেও আমারা আপত্তি তুলেছি।” এছাড়া তেলের পাম্পগুলিতে মোদীর বড় বড় পোস্টার নিয়ে তিনি বলেছেন, ”মানুষকে প্রভাবিত করতে ওই ছবি ব্যবহার করা হচ্ছে।” অন্যদিকে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয় বর্গীয়র বিরুদ্ধেও ফিরহাদ হাকিমের প্রতিনিধিত্বে তৃণমূলের প্রতিনিধি দল একই অভিযোগ জানিয়েছে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…