দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । লড়াইয়ে নেমে মোদীর একাধিক পদক্ষেপে চরম আর্থিক ক্ষতি স্বীকার করতে হয়েছে বেজিংকে । এবার সীমান্ত নিয়ে জলপথে চীনকে চাপে ফেলতে চাইছে ভারত। চীনকে সীমান্ত নিয়ে চাপে রাখতে এবার ভারতীয় নৌসেনার ইস্টার্ন ফ্লিটের টাস্ক ফোর্সকে দক্ষিণ পূর্ব এশিয়ার (South East Asia) দক্ষিণ চিন সাগর (South China Sea) ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মোতায়েন করা হল ।
কয়েক দশক ধরে একের পর এক সীমান্ত সংঘাতে চীনের সাথে জড়াতে হয়েছে ভারতকে । কিন্তু দেখা গেছে, নরেন্দ্র মোদী একের পর এক পদক্ষেপ নিয়ে ক্রমাগত চীনকে চাপে ফেলছে । এর আগে, চিনা পণ্য কিম্বা অ্যাপ বন্ধ করে বেজিংকে চরম আর্থিক ক্ষতি স্বীকার করাতে বাধ্য করেছেন । এবার সীমান্ত নিয়ে ফের চাপে ফেলতে চাইছে ভারত । এই মাস থেকেই ক্ষিণ পূর্ব এশিয়ার (South East Asia) দক্ষিণ চিন সাগর (South China Sea) ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মোতায়েন থাকবে ভারতের একাধিক রণতরী। শুধু তাই নয়, চিনের নাকের ডগাতেই অন্যান্য দেশের সঙ্গে মহড়াতেও অংশ নেবে ভারতীয় নৌবাহিনী ।
ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, ‘Act East Policy’ মেনে একাধিক যুদ্ধজাহাজ এবং সাবমেরিন ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করছে ভারত। রণতরীর মধ্যে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রণবিজয়, গাইডেড মিসাইল ফ্রিগেট শিবালিক, অ্যান্টি-সাবমেরিন Corvette Kadmatt এবং গাইডেড মিসাইল Corvette Kora। অগাস্ট থেকে আগামী দুই মাস ধরে এই রণতরী গুলি চীনের উক্ত এলাকায় টহল দেবে ।
দিল্লী সুত্রে খবর, ভারতীয় নৌবাহিনীর রণতরীগুলি রয়্যাল মালয়েশিয়ান নেভি (Samudra Laxmana), ভিয়েতনাম নৌসেনা, ফিলিপিন্সের নৌসেনা, সিঙ্গাপুর নৌসেনা (SIMBEX), ইন্দোনেশিয়ার নৌসেনা (Samudra Shakti) এবং অস্ট্রেলিয়ার নৌসেনার (AUS-INDEX) সঙ্গে একাধিক মহড়ায় অংশ নেবে । এগুলি ছাড়াও জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে MALABAR-21 নামে যৌথ মহড়াতেও অংশ নেওয়ার কথা রয়েছে ভারতের।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে বেজিং দাদাগিরি করে আসছে । সীমান্ত নিয়ে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে এবং দক্ষিণ চিন সাগর বরাবর অন্যান্য দেশকে দমিয়ে রাখার জন্য সেখানে কয়েক বছর ধরে সামরিক পরিকাঠামো গড়ে তুলেছে। সেখানে সুমুদ্র সীমান্ত নিজেদের বলে বারবার দাবী করছে তারা । জলসিমান্তে চীনের এই আধিপত্য খর্ব করতে বিশ্বের শক্তিশালি দেশগুলি একজোট হচ্ছে । এবার চিনকে চাপে রাখতে পদক্ষেপ ভারতেরও।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ কোটি কোটি টাকার মালিক সুদীপ্ত সেন ! কর্মীদের বেতন, নেতাদের…