দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ গোটা ভারত করোনা মোকাবিলায় সর্বশক্তি দিয়ে লড়ছে । প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে বিরোধী দলগুলি যতই সমালোচনায় বিদ্ধ করুক না কেন, তিনি কিন্তু একের পর এক কার্যকরী পদক্ষেপ নিয়ে চলেছেন । দেশ জুড়ে করোনা চিকিৎসায় অক্সিজেনের ঘাটতি মেটাতে জরুরী ভিত্তিতে বিদেশ থেকে অক্সিজেন আনার পাশাপাশি ১ লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর সংগ্রহ করার ব্যবস্থা করছেন তিনি ।
জানা গেছে, ধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে করোনা মোকাবিলায় এক লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন । তিনি আরও নির্দেশ দিয়েছেন, এই কনসেনট্রেটরগুলি সংগ্রহ করে অগ্রাধিকারের ভিত্তিতে রাজ্যগুলিতে পাঠানোর ব্যবস্থা করতে হবে । এছাড়াও পিএম কেয়ার ফান্ডের টাকায় ৭১৩টি PSA প্ল্যান্ট, ৫০০ নতুন প্রেসার স্যুইং অ্যাডজর্পসেন অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থা করছেন ।
এদিকে আমেরিকা ভ্যাক্সিনের কাঁচামাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা ঘোষণা করার পরেই বিপাকে পড়ে ভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থাগুলি । গত সোমবার টেলিফোনে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সাথে দীর্ঘক্ষন আলোচনা করেন মোদী । এরপরেই আমেরিকা ভ্যাক্সিনের কাঁচামাল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয় । অচিরেই ভারতে আসছে সেই কাঁচামাল । ফলে করোনা ভ্যাক্সিন তৈরিতে যে প্রতিবন্ধকতা দেখা দিয়েছিল সেটি দূর হল ।
এদিকে রাজধানী দিল্লীতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে । একদিকে হাসপাতালে চিকিৎসার জন্য বেড নেই । নেই যথেষ্ট অক্সিজেনের যোগান । শ্মাশানঘাটগুলিতে মৃত দেহের দীর্ঘ লাইন । চিতার আগুন নিভছেই না । দিল্লী সরকারের পক্ষ থেকে মৃত দেহ দাহ করার জন্য ফাঁকা জায়গা এবং বেশ কয়েকটা পার্কে অস্থায়ী চিতা বানানোর কাজ চলছে ।
রাজ্যের করোনা পরিস্থিতি খুব ভালো জায়গায় নেই । এখনও অষ্টম দফা নির্বাচন বাকী । আগামী ২রা মে ভোট গণনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে ধোঁয়াশা । একদিকে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হুমকি দিয়েছেন, সঠিক ক্রনা প্রটোকল মেনে ভোট গননা না হলে সেটি বন্ধ করে দেওয়া হবে । এই বিষয়ে ৩০ শে এপ্রিলের মধ্যেই রিপোর্ট জমা করতে বলা হয়েছে নির্বাচন কমিশনকে । অন্যদিকে CEO দপ্তরের অনেকেই করোনা আক্রান্ত ।