দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বিভিন্ন ব্র্যান্ডের ভ্যাক্সিনের মিশ্র প্রয়োগ আরও বেশী কার্যকর হবে কি না পরীক্ষা করতে এবার ট্রায়ালে অনুমোদন দিতে চলেছে সরকার ! এই মুহূর্তে দেশে কোভ্যাকসিন (Covaxin), কোভিশিল্ড (Covishield) ও রাশিয়ান স্পুটনিক ভি (Sputnik v) ভ্যাক্সিন দেওয়া হচ্ছে । ফলে এই ট্রায়ালে এই তিনটি ব্র্যান্ডের কোভিড ভ্যাক্সিন ব্যবহার করা হবে।
সংক্রমণের গ্রাফ কিছুটা কমে এলেও এখনও গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউ অব্যাহত । অক্সিজেনের অভাব থেকে শুরু করে, হাসপাতালের বেড, জরুরী পথ্য ও পরিষেবা নিয়ে প্রতিদিনই অভিযোগ উঠছে । সেই সাথে ধীর গতিতে চলা ভ্যাক্সিনেশানের মধ্যে টিকা না পাওয়ার ক্ষোভ যুক্ত হয়েছে । এই অবস্থায়, সরকার বিভিন্ন ধরনের করোনা ভ্যাক্সিন মিশিয়ে প্রয়োগ করার উপর পরীক্ষা করতে চলেছে । খুব দ্রুত বিভিন্ন কোম্পানির ভ্যাক্সিন নিয়ে ট্রায়াল শুরু হবে বলে জানা গেছে ।
করোনার দ্বিতীয় ঢেউের মধ্যে ধীর গতিতে হলেও কোভ্যাকসিন (Covaxin), কোভিশিল্ড (Covishield) ও রাশিয়ান স্পুটনিক ভি (Sputnik v), এই তিনটি প্রয়োগ করা হচ্ছে । আগামী কিছুদিনের মধ্যে আরও কিছু যুক্ত হবে । সরকারীভাবে এই মিশ্র ট্রায়ালে সেইগুলিও যুক্ত করা হবে বলে খবর । জানা যাচ্ছে, অন্যদেশে করোনা ভ্যাক্সিনের এই মিশ্র প্রয়োগে বেশী কার্যকারিতা পাওয়া গেছে ।
সম্প্রতি, ব্রিটেন ( (United Kingdom) এবং স্পেনে (spain) এই মিশ্র প্রয়োগ করা হয়েছে । সেখানে অবশ্য, কোভ্যাকসিন (Covaxin), কোভিশিল্ড (Covishield) ও রাশিয়ান স্পুটনিক ভি (Sputnik v)র প্রয়োগ করা হয়নি । দেশে ফাইজার (Pfizer) ও অ্যাস্ট্রাজেনেকার (Astrazeneca) মিশ্রন ব্যবহার করা হয়েছে । এদিকে, ভারতে এই মিশ্র প্রয়োগে সফলতা আসবে কি না, সেই বিষয়ে বিজ্ঞানসম্মত নিশ্চিত না হয়ে ছাড়পত্র দেওয়া হবে না । সরকারী আধিকারিকরা জানিয়েছেন, ‘ এই প্রক্রিয়া বিজ্ঞানসম্মত ভাবে সম্ভব এবং আমাদের মত দেশে দুধরনের ভ্যাকসিন মিশিয়ে প্রয়োগ করা হলে ভ্যাকসিনেশন প্রক্রিয়া গতি পাবে। কিন্তু এখনো এই ধরনের প্রয়োগকে ছাড়পত্র দেওয়া হয়নি এবং যথেষ্ট বিজ্ঞান সম্মত প্রমাণ না পাওয়া অবধি এই প্রক্রিয়া বাস্তবায়িত হবে না। ‘
জানা যাচ্ছে, দেশে এই ট্রায়াল শুরু করার আগে প্রথমে ন্যাশনাল টেকনিকাল অ্যাডভিসারি গ্রুপ অন ইমিউনাইজেশন (National technical advisory group on immunisation) এর থেকে অনুমোদন নিতে হবে । নতুন এই গবেষণা ভ্যাক্সিন উৎপাদনকারী সংস্থা এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে শুরু করবে । ট্রায়ালে মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কতখানি বৃদ্ধি পাচ্ছে এবং অন্য কোন বিরূপ প্রভাব পড়ছে কি না যাচাই করেই তারপর প্রয়োগ করা হবে ।