দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ দেশজুড়ে করোনার প্রকোপ বাড়ছে অতি দ্রুত । কিন্তু বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যে রাজনৈতিক প্রচার কোনভাবেই বন্ধ করা যাবে না ! এবার চতুর্থ দফা ভোটের শেষ দিনের প্রচারে মিঠুন চক্রবর্তীকে রোড শো করার অনুমতি দিল না পুলিশ । মেগা তারকার রোড শো বাতিল হতেই বেহালা কেন্দ্রে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।
চতুর্থ দফা ভোট শনিবার । নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আজ শেষ প্রচার । সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া চিত্র তারকা মিঠুন চক্রবর্তী বিজেপির হয়ে প্রচারে একের পর এক ঝড় তুলছেন । আজ শেষ দিনে বেহালার পর্ণশ্রী থেকে নতুন পল্লি পর্যন্ত রোড শো করার কথা ছিল গেরুয়া শিবিরের । কিন্তু শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি । ফলে বাতিল করতে হল এই কর্মসূচী । কর্মসূচী বাতিল হতেই বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ শুরু হয়েছে ।
জানা গেছে, বেহালা পূর্ব কেন্দ্রে বিজেপির প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার এবং বেহালা পশ্চিম কেন্দ্রে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় । তাদের হয়ে প্রচারে নেমেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । শেষ দিনে প্রচারে যুক্ত করা হয়েছিল মিঠুন চক্রবর্তীকে দিয়ে রোড শো করার পরিকল্পনা । বিজেপির পক্ষ থেকে পুলিশের সুবিধা অ্যাপের মাধ্যমে আবেদন করা হয়েছিল । কিন্তু গতকাল বিকালে সেই অনুমতি দেয় নি পুলিশ । আজ বিজেপির জেলা নেতৃত্ব পর্ণশ্রী থানায় গিয়ে ফের রোড শো করার আবেদন জানায় । কিন্তু জানা গেছে, সেই আবেদনও পুলিশ কানে নেয়নি ।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচারের শেষ দিনে কেন রোড শো করার অনুমতি দেওয়া হল না পুলিশ জানায়নি । তারা আরও জানিয়েছে, মিঠুন চক্রবর্তী এবং দলীয় প্রার্থীদের নিয়ে দরজায় দরজায় ভোটের প্রচার করার অনুমতি চাওয়া হয়েছিল । কিন্তু সেখানেও পুলিশের ‘না’ শুনতে হয়েছে ।
এদিকে রোড শো বাতিল হতেই সকাল থেকেই বেহালার পর্ণশ্রী এলাকায় গেরুয়া শিবির থেকে উত্তেজনার খবর পাওয়া যায় । জানা গেছে এলাকায় এলাকায় বিজেপি কর্মী, নেতারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন । বেলা বাড়তেই পর্ণশ্রী থানার সামনে জড় হয় বিজেপি কর্মীরা । সেখানে এখনও পর্যন্ত ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে তারা । এই ঘটনায় বেহালা পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘ভয় পেয়ে বাতিল করা হয়েছে আমাদের রোড শো। এত ভয় কিসের? আমার দলের কর্মীদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেব।’
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…