দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন । এবারের নির্বাচনে বিজেপির সবচেয়ে বড় কাঁটা রান্নার গ্যাস এবং জ্বালানী তেলের দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি । এবার সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার ফলে আবার তেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে । ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম শতকরা ২.৯% বৃদ্ধি পেয়েছে ।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রবিবার সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে । জানা গেছে, বিদ্রোহীরা সৌদি আরবের রাস তানুরা এলাকায় আরামকো তেল ক্ষেত্রগুলিতে হামলা চালিয়েছে । ফলে স্বভাবই তেলের উপর এই হামলার প্রত্যক্ষ প্রভাব পড়তে শুরু করেছে । বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, এক বছরের মধ্যে তেলের যে দাম দাঁড়িয়েছে সেটি আর দেখা যায়নি ।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে এই হামলার ঘটনা স্বীকার করে নেওয়া হয়েছে । তারা সৌদি আরবের দাম্মাম, আসির ও জাজান এলাকায় সৌদি সেনা ঘাটি লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে । তারা ১৪টি ড্রোন ও আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এদিকে সৌদিআরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্রোহীরা তাদের রাস তানুরায় তেল সংরক্ষণাগারে ড্রোন হামলা চালালেও খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি । সৌদি মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘সৌদি আরবের পূর্বাঞ্চলে রাস তানুরা বন্দরে পেট্রোলিয়াম ট্যাংক এলাকায় সাগর থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ তেল বন্দর।’
সৌদি আরব সরকার এই হামলা সম্পর্কে জানিয়েছে, ধাহরানে আরামকোর আবাসিক এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শার্পনেল এসে পড়েছে। তাদের মতে, ‘এই নাশকতা শুধু সৌদি আরবের বিরুদ্ধেই নয়, এটি বিশ্ব জ্বালানি সরবরাহের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর হামলা। তথা বিশ্ব অর্থনীতির ওপর হামলা।’ এদিকে ভারতে বিধানসভা ভোটের আগে রান্নার গ্যাস এবং জ্বালানী তেলের দাম নিয়ে জনগনের মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে । ফের যদি তেলের দাম বৃদ্ধি পায়, তাহলে সেটি বিজেপির পক্ষে খুব একটা সুখকর হবে না, সে কথা বলার অপেক্ষা রাখে না ।