দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ আজ বিধানসভা নির্বাচনের সবচেয়ে হটস্পট নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শেষ প্রচার । রাজনৈতিক দলগুলির প্রচারে টগবগ করে ফুটছে সেখানকার আবহাওয়া ! কিন্তু প্রচারের শেষ দিনেই ফের উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্র । নন্দীগ্রামের তৃণমূল কার্যালয়ে কে বা কারা ব্যাপক ভাঙচুর চালিয়েছে । তৃণমূলের পক্ষ থেকে অভিযোগের তীর বিজেপির দিকে ।
ভোটের সময় যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে নন্দীগ্রামে । অনেকটা বারুদের স্তুপের উপর বসে থাকার মত অবস্থা । একটা ফুল্কি পড়লেই বিস্ফোরণ ! একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপির হয়ে বিপক্ষে শুভেন্দু অধিকারী । কেউ কাউকে ছেড়ে দেবার পাত্র নয় ! এরই মধ্যে প্রচারের শেষ দিনে ছন্দপতন ! তৃণমূলের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হল । তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকেই সরাসরি দায়ী করা হয়েছে ।
যদিও বিজেপির পক্ষ থেকে ঘটনাটি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে । আজ সকালের দিকে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের আমগেছিয়ায় তৃণমূলের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর করা হয় । দলীয় কার্যালয়ের সামনের পতাকাও ছিড়ে ফেলে দেওয়া হয় । সেখানে কয়েকজন তৃণমূল কর্মী বাঁধা দিতে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ । এই ঘটনায় সরাসরি বিজেপিকে দায়ী করা হয়েছে ।
বিজেপির পক্ষ থেকে এই ঘটনার দায় স্বীকার করা হয়নি । স্থানীয় বিজেপি কর্মীদের দাবী, ‘কোনওভাবেই বিজেপির সঙ্গে কোনও যোগ নেই। ওরা নিজেরাই ভাঙচুর করে বিজেপির দিকে আঙুল তুলছে।’ বিজেপি স্বীকার না করলেও এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । আজ প্রচারের সময়, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের সকলকে সাবধানে থাকতে বলেছেন । তিনি দাবী করে বলেছেন, তাঁর কাছে খবর আছে, বিজেপি কোন মেয়েকে হত্যা করে যে কোন সময় দাঙ্গা বাঁধাবার চেষ্টা করতে পারে ।
এবারের বিধানসভা নির্বাচনে ২ মার্চ শুরু হতে চলেছে দ্বিতীয় দফা ভোট । তবে সবার নজর থাকবে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের দিকে । কেননা, এখানেই ভাগ্য নির্ধারণ হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর । ভোটের ময়দানে শেষ হাসি কার মুখে থাকবে সেটি অবশ্য জানা যাবে ২ রা মে । তবে সেখানে ভোটের আগেই যেভাবে পারস্পারিক সংঘাত, বোমাবাজির মত ঘটনা অহরহ ঘটছে তাতে নির্বাচন কমিশন অনেক প্রশ্নের মুখে পড়ছে !
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…