দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বঙ্গ রাজনীতি । এবার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ব্যাপক বোমাবাজি এবং গুলির অভিযোগ উঠেছে । অভিযোগের তীর বিজেপির দিকে উঠলেও ঘটনা অস্বীকার করা হয়েছে । এই ঘটনায় একজন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকা পূর্ব মেদিনীপুরে । মঙ্গলবার সন্ধ্যায় ভুপতিনগর থানার ভগবানপুর-২ ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েতের একতারপুর এলাকায় তৃণমূলের কার্যালয়ে ব্যাপক বোমাবাজি এবং পরে গুলি চালানোর ঘটনা ঘটেছে । জানা গেছে, সন্ধ্যার সময় দলীয় কার্যালয়ে বেশ কিছু তৃণমূল কর্মী বসেছিলেন । সেই সময় আচমকাই একদল দুষ্কৃতী বোমাবাজি করতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই দ্বারকেশ দাস নামে এক তৃণমূল কর্মীর কোমরে গুলি লাগে। তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে মুগবেড়িয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে তমলুক জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাতেই কলকাতায় এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিরোধী দল গেরুয়া শিবিরের দিকে অভিযোগ তুলেছে তৃণমূল । ভগবানপুর-২ ব্লকের তৃণমূলের সভাপতি শশাঙ্ক জানা জানান, ”এদিন সন্ধ্যেবেলায় স্থানীয় তৃণমূলের পার্টি অফিসের ভেতর বসে চা খাচ্ছিলেন গুটি কয়েক তৃণমূল কর্মী। সেই সময় হঠাত্ই মোটর বাইকে চড়ে একদল দুষ্কৃতী সটান পার্টি অফিসের গেটের সামনে দাঁড়িয়ে গুলি চালিয়ে দেয়। লুটিয়ে পড়েন দ্বারকেশ। তৃণমূল কর্মীরা দুষ্কৃতীদের তাড়া করলে তারা দ্রুত এলাকা ছেড়ে পালায়।”
এদিকে গোটা ঘটনা একপ্রকার নস্যাৎ করেছে বিজেপি । বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ কুমার চক্রবর্তী জানান, ”গোটা জেলায় ভোট পরবর্তী হিংসায় বিজেপির বহু মানুষ ক্ষতির মুখে পড়েছেন। গতকাল রাতে ভগবানপুর-২ ব্লকের বাসুদেববেড়িয়া অঞ্চলের খটিয়াল, দক্ষিণ বড়বড়িয়া এলাকায় একাধিক বিজেপি কর্মীর বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিজেপি খুনের রাজনীতি করে না। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা।” এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । নতুন করে যাতে আর উত্তেজনা ছড়াতে না পারে, সেই কারনে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে । এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।