ফের তৃনমূলের পার্টি অফিসের সামনে ব্যাপক বোমাবাজি । উত্তেজনা সোদপুরে
ফের তৃনমূলের পার্টি অফিসের সামনে ব্যাপক বোমাবাজি । উত্তেজনা সোদপুরে

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ আবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে সোদপুর এলাকায় । বোমাবাজির ঘটনায় কেউ আহত না হলেও এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।

শনিবার রাত দশটা নাগাদ সোদপুরের পানিহাটির বিবি বাগানের তৃণমূল পার্টি অফিসের সামনে দলীয় কর্মীদের নিয়ে বসে ছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর জয়ন্ত দাস । সেই সময় আচমকা ২ টি মোটর বাইকে চেপে জনা ছয়েক দুষ্কৃতি এসে পার্টি অফিস লক্ষ করে বোমা ছুঁড়তে থাকে । খুব দ্রুত এসে এই কাজ করে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায় । স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতিরা পরপর পাঁচটি বোমা ছোঁড়ে । এই ঘটনায় কেউ আহত হয়নি ।

পানিহাটি এলাকায় এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী চলে আসে। এই ঘটনায় কারা দায়ী এখনও পর্যন্ত জানা যায়নি । আপাতত পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অনুমান করার চেষ্টা করছে । এই ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল কর্মী দীপঙ্কর দাস জানিয়েছেন, ‘পরিকল্পনামাফিক প্রাক্তন পুরপিতাকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। কারণ, প্রতিদিন এই সময় দলীয় কার্যালয়ে তিনি হাজির থাকেন, এটা সবাই জানে। কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটাল তা বলা যাচ্ছে না।’

এর আগে মদন মিত্রের কেন্দ্র কামারহাটিতে একই ঘটনা ঘটেছে । একের পর এক শাসক দলের কার্যালয়ে এভাবে আক্রমণের ঘটনায় ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে । বিরোধী শিবিরের পক্ষ থেকে যুক্তি দেখানো হয়েছে, এই ঘটনার পিছনে তৃনমূলের অন্তকলহ দায়ী । অন্যদিকে শাসক দল দাবী করছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা একের পর এক এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে । তবে  স্বাভাবিকভাবেই এ ধরনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।