দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ আগামী দিনে নিজেদের দরকার হতে পারে প্রচুর পরিমাণে ভ্যাক্সিন ! এই চিন্তা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার আপাতত করোনা ভ্যাক্সিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে । কিন্তু কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে বেশ কিছু এশীয় দেশ । সস্তার ভারতীয় ভ্যাক্সিন না পাওয়ায় বিকল্পভাবে ভ্যাক্সিন যোগাড় করার চেষ্টা করছে তারা ।
গোটা দেশ এই মুহূর্তে একটাই আতঙ্কে ভুগছে, আর সেটি হল করোনার দ্বিতীয় ঢেউ । এই মুহূর্তে মহারাষ্ট্র, দিল্লী, মধ্যপ্রদেশসহ বেশ কিছু রাজ্যে বিপদের ঘণ্টা বাজতে শুরু করেছে । পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে বেরিয়ে যাবার আগেই সরকার চাইছে করোনা প্রতিরোধক ভ্যাক্সিন দিতে । দেশের অভ্যন্তরেই তৈরি হয়েছে বিপুল চাহিদা । ঠিক এই কারনেই দেশের চাহিদা না মিটিয়ে বাইরে করোনা ভ্যাক্সিন রপ্তানি করতে চাইছে না ভারত ।
গোটা বিশ্বে বেশ কিছু করোনা ভ্যাক্সিন চালু হয়েছে । এর মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) তৈরি অ্যাসট্রাজেনেকা ভ্যাক্সিন সব থেকে বেশি উৎপাদন হচ্ছে । কিন্তু দেশের মধ্যে চলতি বছরের জানুয়ারি মাস থেকে টিকাকরনের কাজ শুরু হয়েছে । এদিকে গত সপ্তাহ থেকেই করোনা সংক্রমণের হার বেড়েছে উল্লেখযোগ্যভাবে । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চাইছে করোনা টিকাকরনের কাজ আরও দ্রুত করতে ।
এদিকে করোনা ভ্যাক্সিন রপ্তানির উপর নিষেধাজ্ঞা ঘোষণা করার পর সমস্যায় পড়েছে বেশ কিছু দেশ । ভারতের সিদ্ধান্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মসূচী নিয়ে সমস্যা তৈরি হয়েছে । তাদের পরিচালিত কোভ্যাক্স নামের কর্মসূচিতে তালিকাভুক্ত দেশগুলি সমস্যায় পড়বে । দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের মত দেশগুলি করোনা ভ্যাক্সিন আরও দেরিতে পাবে । পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ভারত থেকে মার্চ এবং এপ্রিল মাসে ৯০ মিলিয়নের বেশি ভারতীয় ভ্যাক্সিন দেবার কথা ছিল সিরাম সংস্থার । কিন্তু রপ্তানি বন্ধের সিদ্ধান্তে এই দেশগুলি সমস্যায় পড়বে ।
দক্ষিন কোরিয়া থেকে জানা গেছে, তাদের ৬ লাখ ৯০ হাজার ভ্যাক্সিন দেবার কথা ছিল । সেখানে তারা ৪ লাখ ৩২ হাজার্ব ভ্যাক্সিন পাবে । ফলে তাদের বিকল্প রাস্তা নিয়ে চিন্তা করতে হচ্ছে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…