দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মত বাংলার ক্ষমতায় মমতা । তিনি এবার রাজ্য বিজেপি নয়, বরং কেন্দ্রীয় বিজেপির সাথে রীতিমত চ্যালেঞ্জ করে ছিনিয়ে নিয়েছেন এই জয় । কিন্তু ভোটের ফল প্রকাশের পরেই, তোপ দাগলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে । রাজ্যে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে করোনা ভ্যাক্সিন না দিলে আন্দোলনে যাবার হুমকি দিলেন তিনি ।
বিপুল আসনে জয়লাভ করে হ্যাট্রিক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এদিকে রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রনের বাইরে । এই অবস্থায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ভ্যাক্সিনের মূল্য বৈষম্য নিয়ে বিরোধ অব্যাহত । ফল প্রকাশের পরেই তৃণমূল নেত্রী জানিয়ে দিলেন বিনামূল্যে রাজ্যকে টিকা না দিলে আন্দোলনে বসবেন। এছাড়া তিনি আরও দাবী করেছেন, শুধু পশ্চিমবাংলা নয়, দেশের সবাইকে বিনামূল্যে করোনা টি্কা দেবার ব্যবস্থা করতে হবে কেন্দ্রকেই ।
এদিকে এই ঘোষণার পরেই কথা উঠতে শুরু করেছে । নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যের সব সস্তরের মানুষকে তিনি বিনামূল্যে করোনা ভ্যাক্সিন দেবেন । রবিবার ফল প্রকাশের পরেও জানিয়েছেন তাঁর দেওয়া সব প্রতিশ্রুতি তিনি পালন করবেন । কিন্তু সেই ভ্যাক্সিন সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্রীয় সরকারের কাছে দাবী করা কি ন্যায্য হল ! এদিকে ১লা মে থেকে ১৮ বছরের উপরে সবাইকে টিকাকরনের কথা ঘোষণা করা হয়েছে । যদিও রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আপাতত যাদের প্রথম ডোজ দেওয়া হয়েছে, তারাই শুধুমাত্র করোনা টিকা পাবেন । বাকীদের টিকাকরনের কাজ আপাতত স্থগিদ !
এদিকে রাজ্যে দিনকে দিন করোনা সংক্রমণ বেড়েই চলেছে । এই অবস্থায় আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে । বিশেষজ্ঞরা টিকাকরনের উপরে সবচেয়ে বেশী জোর দিতে পরামর্শ দিচ্ছেন । এদিকে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা না মিটিয়ে যদি আন্দোলন শুরু হয়, তাহলে তো আরও বিপাকে পড়বে সাধারণ মানুষ !