দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বিধানসভা নির্বাচনী প্রচারের সময় মমতা একাধিকবার রাজ্যে করোনার জন্য কেন্দ্রীয় বিজেপি নেতাদের দায়ী করেছেন ! সরাসরি তিনি জানিয়েছেন, “বিজেপি বাইরে থেকে করোনা এনে রাজ্যে ছড়িয়ে দিচ্ছে!” এবার রাজ্যের ক্ষমতা হাতে পাবার পরেই সেই দিকে নজর দিলেন তিনি । এছাড়া ভোটপরবর্তী হিংসার ঘটনার জন্য তিনি সরাসরি সেই বিজেপিকেই দায়ী করলেন । পাশাপাশি জানিয়ে দিলেন, এবার থেকে কোন কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্যে প্রবেশ করতে হলে কিছু নিয়ম মেনেই আসতে হবে ।
ভোটের ফল ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসা শুরু হয় । কিছু কিছু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আক্রান্ত হলেও বেশিরভাগ অভিযোগ শাসকদলের বিরুদ্ধেই ওঠে । এখনও রাজ্যে হিংসা, খুন, সংঘর্ষ থামেনি । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা পলিটিক্যাল ভায়োলেন্সের জন্য সরাসরি বিজেপিকে দায়ী করে তাদের ‘সংযত’ থাকার হুশিয়ারি দিয়েছেন । এদিন তিনি বলেন, ‘আমরা দেখেছি যেখানে বিজেপি জিতেছে, সেখানে সংঘর্ষের ঘটনা বেশি হচ্ছে। আসলে বিজেপি জনগণের ম্যান্ডেট মানতে পারছেন না। আমি বিজেপিকে বলছি সংযত হোন।’ এর পরেই তিনি জানান, “এবার থেকে বাইরে থেকে কেউ রাজ্যে এলে তাঁর আর RT PCR সার্টিফিকেট আনতে হবে। না হলে আমরা আর টি পি সি আর (RT PCR) করব। মন্ত্রী বা যেই আসুন সবার ক্ষেত্রে এই আইন সমানভাবে জারি থাকবে।” মমতা বন্দ্যোপাধ্যায় এই কথার মধ্যদিয়ে বুঝিয়ে দেন, রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী হলেও ইচ্ছা মত যখন তখনকেউ ঢুকে পড়তে পারবেন না।
উল্লেখ্য, কেন্দ্র থেকে রাজ্যে দলীয় কর্মীদের উপর আক্রমণ নিয়ে এবং কেন দলের এমন বিপর্যয় হল তা জানতে বিজপির কেন্দ্রীয় মন্ত্রিরা রাজ্যে আসছেন । এছাড়া, শপথ গ্রহণের দিনেই, কেন্দ্র থেকে চিঠি দিয়ে রাজ্যের নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয় । পরদিন কেন্দ্রীয় দল সরাসরি নবান্নে এসে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বৈঠক করেন। এদিন মুখ্যমন্ত্রী সেই বিষয়ে বলেছেন, ‘কেন্দ্রীয়মন্ত্রীরা বারবার রাজ্যে এসে উস্কানি দিয়ে যাচ্ছেন। হামলা ও দাঙ্গার উস্কানি না দিয়ে আমি তাদের সংযত থাকতে বলছি।” এই প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘একটা সরকার শপথ নেওয়ার ২৪ ঘণ্টা পার হয়নি। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় লেটার আর আজ সকালে টিম চলে এল। এসেছে আসুক, চা চেয়ে চলে যাক। কিন্তু কোনও ভাবেই রাজ্যে উস্কানি দিতে দেওয়া হবে না। কোচবিহারে বিজেপি হিংসা করছে। উদয়ন গুহকে মেরে হাত ভেঙে দিয়েছে। উত্তরপ্রদেশে দাঙ্গা হলে তো টিম যায় না, হাতরাস হলে তো টিম যায় না, ২৪ ঘণ্টা সরকারের কাটলো না এর মধ্যেই লেটার, টিম চলে আসছে?’