মালদহ; বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার একই দলের নেতা
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ মালদহ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহাকে গুলি করার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল । কিন্তু এবার দেখা গেল সর্ষের মধ্যেই ছিল আসল ভুত । বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় পুলিশ তদন্তে নামে । অবশেষে পুলিশের জালে বিজেপি দলেরই এক । এই ঘটনা প্রকাশ্যে আসতেই তাজ্জব বনে গেছে গেরুয়া শিবির।
গত মাসের ১৮ তারিখ মালদহ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে বা কারা গুলি করে । সেদিন সন্ধ্যাবেলায় মালদহ বিধানসভার অন্তগর্ত ঝন্টু মোড়ে দলীয় কার্যালয়ের সামনে গোপালচন্দ্র সাহা তার নিজের কয়েকজন কর্মী সমর্থকদের সাথে কথা বলছিলেন । সেই সময় আচমকা তাকে গুলি করা হয় । গুলি তার গলার কাছে বিদ্ধ হয় । গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গেরুয়া শিবির সেই সময় অভিযোগের তীর ছোড়ে কংগ্রেসের দিকে । কিন্তু অবশেষে দেখা গেল নিজের দলের নেতার দ্বারাই আক্রান্ত হয়েছিলেন বিজেপি প্রার্থী ।
পুলিশ নেতা নিতাই মণ্ডলকে গ্রেপ্তার করার পর এলাকার মানুষ একেবারে তাজ্জব বনে গেছে । নিতাই মণ্ডল পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং পুরাতন মালদহ ব্লকের বিজেপি গ্রামীণ মণ্ডল সভাপতি। জানা গেছে, এই ঘটনায় পুলিশ মোট ৬ জনকে সন্দেহের তালিকায় রেখে গ্রেপ্তার করেছে । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পরেই দেখা যায় এই ঘটনার মূল পাণ্ডা বিজেপি নেতা নিতাই ।
তবে বিধানসভা নির্বাচনে মালদহ কেন্দ্রের প্রার্থী হিসাবে গোপাল চন্দ্র সাহার নাম ঘোষণা করা হলে নিতাই এবং তার অনুগামীরা দলের কাছে বিক্ষোভ দেখায় । উক্ত কেন্দ্রে প্রার্থী পদের প্রধান দাবিদার ছিল নিতাই । পুলিশের অনুমান তাকে প্রার্থী না করে গোপাল চন্দ্রকে প্রার্থী করায় সেই আক্রোশ থেকেই এই ঘটনা ঘটেছে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…