দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ মালদহ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহাকে গুলি করার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল । কিন্তু এবার দেখা গেল সর্ষের মধ্যেই ছিল আসল ভুত । বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় পুলিশ তদন্তে নামে । অবশেষে পুলিশের জালে বিজেপি দলেরই এক । এই ঘটনা প্রকাশ্যে আসতেই তাজ্জব বনে গেছে গেরুয়া শিবির।
গত মাসের ১৮ তারিখ মালদহ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে বা কারা গুলি করে । সেদিন সন্ধ্যাবেলায় মালদহ বিধানসভার অন্তগর্ত ঝন্টু মোড়ে দলীয় কার্যালয়ের সামনে গোপালচন্দ্র সাহা তার নিজের কয়েকজন কর্মী সমর্থকদের সাথে কথা বলছিলেন । সেই সময় আচমকা তাকে গুলি করা হয় । গুলি তার গলার কাছে বিদ্ধ হয় । গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গেরুয়া শিবির সেই সময় অভিযোগের তীর ছোড়ে কংগ্রেসের দিকে । কিন্তু অবশেষে দেখা গেল নিজের দলের নেতার দ্বারাই আক্রান্ত হয়েছিলেন বিজেপি প্রার্থী ।
পুলিশ নেতা নিতাই মণ্ডলকে গ্রেপ্তার করার পর এলাকার মানুষ একেবারে তাজ্জব বনে গেছে । নিতাই মণ্ডল পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং পুরাতন মালদহ ব্লকের বিজেপি গ্রামীণ মণ্ডল সভাপতি। জানা গেছে, এই ঘটনায় পুলিশ মোট ৬ জনকে সন্দেহের তালিকায় রেখে গ্রেপ্তার করেছে । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পরেই দেখা যায় এই ঘটনার মূল পাণ্ডা বিজেপি নেতা নিতাই ।
তবে বিধানসভা নির্বাচনে মালদহ কেন্দ্রের প্রার্থী হিসাবে গোপাল চন্দ্র সাহার নাম ঘোষণা করা হলে নিতাই এবং তার অনুগামীরা দলের কাছে বিক্ষোভ দেখায় । উক্ত কেন্দ্রে প্রার্থী পদের প্রধান দাবিদার ছিল নিতাই । পুলিশের অনুমান তাকে প্রার্থী না করে গোপাল চন্দ্রকে প্রার্থী করায় সেই আক্রোশ থেকেই এই ঘটনা ঘটেছে ।