দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রচুর বোমা উদ্ধার ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে । শনিবার গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশ ঘটনাস্থল থেকে একটি বস্তার মধ্যে ৫১ টি তাজা বোমা পায় । এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কিম্বা গেরুয়া শিবির থেকে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি । তবে ফের রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়াতে শুরু করেছে ।
শনিবার একটি গোপন সূত্রে সেনা গোয়েন্দা (MI) মারফত কলকাতা পুলিশ জানতে পারে হেস্টিংস চত্বরে কিছু সন্দেহজনক বস্তা পড়ে আছে । এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোট চারটি বস্তার সন্ধান পায় । বস্তা খুলে দেখা যায় সেখানে মোট ৫১ টি তাজা বোমা রাখা আছে । এরপর খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে । তারা এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় ।
হেস্টিংস থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এবং বিজেপি কার্যালয়ের সামনে এভাবে তাজা বোমা খুঁজে পাওয়া নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । এদিকে রাজ্য বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যার আসনে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের মত সরকার গঠন করেছে । অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দলের আসনে বিজেপি দল । নির্বাচন পরবর্তী সময়ে দুই দলের মধ্যে অনেক হিংসাত্মক ঘটনা সামনে আসে । এই সময়ে এভাবে একসাথে এতগুলি বোমা উদ্ধার ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…