কলকাতায় হতে চলেছে লকডাউন ! কেন্দ্রীয় নির্দেশিকায় জল্পনা শুরু
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ গোটা দেশের মত কলাতাতেও করোনা সুনামি অব্যাহত । দ্বিতীয় ঢেউ শুরু হতেই কলকাতাসহ রাজ্যে করোনা গ্রাফ উপরে উঠেই চলেছে । এদিকে কেন্দ্র থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে আগামী কিছু দিনের মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় লকডাউনের সম্ভবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে । যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কিছুই জানানো হয়নি ।
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লেও গোটা রাজ্যে নির্বাচনী প্রচারে কোন প্রকার ঢিল দেওয়া হয়নি । এমনকি মানা হয়নি করোনা বিধি । এদিকে আনলক পর্যায়ে গণপরিবহন ব্যবস্থা থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান- সব জায়গাতেই দেখা গেছে করোনার সতর্কতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদাসীনতা । ফলে করোনা সংক্রমণ ছড়াতে সময় নেয়নি একটুও । সবচেয়ে সঙ্গিন অবস্থা কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় । সেখানে যদি কেন্দ্রীয় নির্দেশিকা মেনে চলতে হয়, তাহলে লকডাউনের সিদ্ধান্ত নিতেই হচ্ছে ।
কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে কোন এলাকায় করোনা সংক্রমণের হার ১০ শতাংশের বেশী হয় তাহলে সেখানে এলাকাভেদে জারি করা হতে পারে কন্টেইনমেন্ট জোন । এছাড়াও যদি দেখা যায় কোন এলাকায় করোনা আক্রান্তদের মধ্যে ৬০ শতাংশ রোগী যদি অক্সিজেন সাপোর্ট কিংবা আইসিইউ-তে ভর্তি থাকে তাহলে সেই এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করতে হবে।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী কলকাতায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৭৭৯ জন । এদিকে উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে সেই সংখ্যা ৩১৪০ । এখন কথা হল, কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী চলতে হলে এই দুই জেলার বেশ কিছু এলাকা কন্টেইনমেন্ট জোনের আওতায় চলে আসছে । সেক্ষেত্রে সেটি হবে লকডাউনের নামান্তর । তবে আগামীদিনে রাজ্যে কিম্বা কলকাতায় লকডাউন ঘোষণা করা হবে কি না সেটা নির্ভর করছে রাজ্য সরকারের উপর ।
এদিকে রাজ্যে অষ্টম দফা নির্বাচন আগামী বৃহস্পতিবার । এরপরেই মে মাসের ২ তারিখ নির্বাচনের ফল ঘোষণা করা হবে । যদিও মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি ২রা মে ভোটগণনা বন্ধ করে দেবার হুমকি দিয়েছেন । তবে যদি গননা হয়, তাহলে নতুন সরকার এসেই সিদ্ধান্ত নেবে আগামী দিনে কলকাতা কিম্বা উত্তর ২৪ পরগনার ভাগ্যে কি আছে !
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…