দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ গোটা দেশের মত কলাতাতেও করোনা সুনামি অব্যাহত । দ্বিতীয় ঢেউ শুরু হতেই কলকাতাসহ রাজ্যে করোনা গ্রাফ উপরে উঠেই চলেছে । এদিকে কেন্দ্র থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে আগামী কিছু দিনের মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় লকডাউনের সম্ভবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে । যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কিছুই জানানো হয়নি ।
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লেও গোটা রাজ্যে নির্বাচনী প্রচারে কোন প্রকার ঢিল দেওয়া হয়নি । এমনকি মানা হয়নি করোনা বিধি । এদিকে আনলক পর্যায়ে গণপরিবহন ব্যবস্থা থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান- সব জায়গাতেই দেখা গেছে করোনার সতর্কতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদাসীনতা । ফলে করোনা সংক্রমণ ছড়াতে সময় নেয়নি একটুও । সবচেয়ে সঙ্গিন অবস্থা কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় । সেখানে যদি কেন্দ্রীয় নির্দেশিকা মেনে চলতে হয়, তাহলে লকডাউনের সিদ্ধান্ত নিতেই হচ্ছে ।
কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে কোন এলাকায় করোনা সংক্রমণের হার ১০ শতাংশের বেশী হয় তাহলে সেখানে এলাকাভেদে জারি করা হতে পারে কন্টেইনমেন্ট জোন । এছাড়াও যদি দেখা যায় কোন এলাকায় করোনা আক্রান্তদের মধ্যে ৬০ শতাংশ রোগী যদি অক্সিজেন সাপোর্ট কিংবা আইসিইউ-তে ভর্তি থাকে তাহলে সেই এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করতে হবে।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী কলকাতায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৭৭৯ জন । এদিকে উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে সেই সংখ্যা ৩১৪০ । এখন কথা হল, কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী চলতে হলে এই দুই জেলার বেশ কিছু এলাকা কন্টেইনমেন্ট জোনের আওতায় চলে আসছে । সেক্ষেত্রে সেটি হবে লকডাউনের নামান্তর । তবে আগামীদিনে রাজ্যে কিম্বা কলকাতায় লকডাউন ঘোষণা করা হবে কি না সেটা নির্ভর করছে রাজ্য সরকারের উপর ।
এদিকে রাজ্যে অষ্টম দফা নির্বাচন আগামী বৃহস্পতিবার । এরপরেই মে মাসের ২ তারিখ নির্বাচনের ফল ঘোষণা করা হবে । যদিও মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি ২রা মে ভোটগণনা বন্ধ করে দেবার হুমকি দিয়েছেন । তবে যদি গননা হয়, তাহলে নতুন সরকার এসেই সিদ্ধান্ত নেবে আগামী দিনে কলকাতা কিম্বা উত্তর ২৪ পরগনার ভাগ্যে কি আছে !