দি আজকের জিউন ওয়েব ডেস্কঃ রাজ্যে লকডাউনের সুফল পেতে শুরু করেছে । গত কয়েকদিনে বেশী পরিমাণে করোনা টেস্ট হলেও সংক্রমণের হার বেশ কমে গেছে । এই অসবথায় খুচরো দোকানসহ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আংশিক ছাড় দেবার কথা ঘোষণা করল রাজ্য সরকার । নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এই শিথিলতার কথা ঘোষণা করলেন ।
নবান্ন থেকে নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, সোমবার থেকে বেলা ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত খুচরো দোকান খোলা রাখা যাবে । অর্থাৎ করোনা নিয়ন্ত্রনে এতদিন সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খুচরো দোকান খোলার যে নির্দেশ দেওয়া হয়েছিল, তার সময়সীমা আরও বাড়ানো হল । খুচরো দোকান ছাড়াও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আংশিক শিথিলতা আনা হয়েছে । তবে সেক্ষেত্রে মানতে হবে কিছু বিধিনিষেধ ।
নতুন নির্দেশিকা অনুযায়ী মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তথ্য প্রযুক্তি সংস্থাগুলি ১০ শতাংশ কর্মী নিয়ে তাদের কাজ শুরু করতে পারেন । তবে তাদের ক্ষেত্রেও সময়সীমা একই রাখা হচ্ছে । অর্থাৎ, খুচরো দোকানের মতই বেলা ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত । এছাড়া নির্মাণ কাজে যুক্ত এবং উৎপাদন ক্ষেত্রেও কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে । তবে এক্ষেত্রে, কর্মীদের করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক । কাজে যোগ দেবার আগে, সংস্থাকে সেই সব কর্মীর তালিকা জেলা প্রশাসনের কাছে জমা দিয়ে আজ শুরু করতে হবে ।
এদিকে রাজ্যে গত কয়েকদিনে করোনা গ্রাফ অনেকটাই নিম্নমুখী । রাজ্য সরকারের কড়া লকডাউনের ফলে ধীরে ধীরে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রনে আসতে শুরু করেছে । সোমবার থেকে যে সব ক্ষেত্র এই ছাড়ের আওতায় এল, তাদের প্রতি রাজ্য সরকারের কড়া নির্দেশ, কাজের ক্ষেত্রে করোনা নিয়ম মেনেই সব কিছু করতে হবে ।