দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ শপথ গ্রহণের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলনে, সবার আগে করোনা মোকাবিলাকে প্রাধান্য দেওয়া হবে । এই কারনে আংশিক লকডাউন ঘোষণা করার পাশাপাশি সমস্ত লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয় । অন্যদিকে বাস এবং মেট্রোর সংখ্যা কমিয়ে দেওয়া হয় । এবার যাত্রী ভোগান্তি কিছুটা লাঘব করতে জলপথে পরিষেবা বাড়ানোর চিন্তা করছে রাজ্য সরকার ।
একদিকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ । অন্যদিকে বাস এবং মেট্রোর সংখ্যা অনেক কমিয়ে আনা হয়েছে । এই অবস্থায় অফিস বা জরুরী প্রয়োজনে যাদের বাইরে বের হতে হচ্ছে তাদের ভোগান্তির শেষ নেই ! এই অবস্থায় যাত্রী ভোগান্তির কথা মাথায় রেখে বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে জলপথে ছাড় দেবার কথা ঘোষণা করা হল । এছাড়া, যাত্রী পরিবহনের জন্য লঞ্চের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন নতুন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ।
গত বছর আনলক পর্বে যাত্রীদের সুবিধার জন্য পরিবহন দপ্তর ফেরি পরিষেবা চালু করেছিল । চন্দননগর, চুঁচুড়া, হুগলি, শ্রীরামপুর, নৈহাটি, বেলুড়, উত্তরপাড়া, দক্ষিণেশ্বর, বরাহনগর কুঠিঘাট-সহ একাধিক ঘাট থেকে নির্দিষ্ট সময় অন্তর ফেরি পরিষেবা পাওয়া যেত । এরফলে কিছুটা হলেও নিত্য যাত্রীদের সুবিধা হয়েছিল । এবারও লোকাল ট্রেন বন্ধ হওয়ায় অন্যান্য পথে কলকাতা শহরে প্রবেশের পথ তৈরি করতে চাইছে পরিবহন দপ্তর ।
এদিন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, যাতায়াতের জন্য একটি ‘সিটি ট্রাভেল পাস’ দেওয়া হবে । এই একটি পাসেই সারাদিন বাস-ট্রাম-ফেরিতে চলাফেরা করা যাবে।। । গতকাল বৃহস্পতিবার থেকে এই পাস চালু করা হয়েছে।অনলাইনে ছাড়াও বাস, ট্রামের কন্ডাক্টর ও বিভিন্ন ডিপো, ফেরির টিকিট কাউন্টার, বিমানবন্দর, হাওড়া ও শিয়ালদহ স্টেশনেও ‘সিটি ট্রাভেল পাস’ পাওয়া যাবে । দাম করা হয়েছে ১০০ টাকা । আগে পরিবহন দপ্তরের অবশ্য স্মার্ট কার্ড চালু ছিল । বাস, ট্রাম ও ফেরির নিত্যযাত্রীরা এই স্মার্ট কার্ড ব্যবহার করতে পারেন ।
এবার বাড়িতে বসেই অনলাইনে স্মার্ট কার্ড রিচারজ করার ব্যবস্থা করেছে পরিবহন নিগম । এক্ষেত্রে, পরিবহন নিগমের সরকারী ওয়েব পোর্টাল www.online.wbtc.co.in -এ গিয়ে স্মার্টকার্ড ব্যবহারকারীদের মোবাইল নম্বর বা রিচার্জ কার্জটির নম্বর দিতে হবে। এরপর সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকা অবধি রিচার্জ করতে পারবেন ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…