দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ শপথ গ্রহণের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলনে, সবার আগে করোনা মোকাবিলাকে প্রাধান্য দেওয়া হবে । এই কারনে আংশিক লকডাউন ঘোষণা করার পাশাপাশি সমস্ত লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয় । অন্যদিকে বাস এবং মেট্রোর সংখ্যা কমিয়ে দেওয়া হয় । এবার যাত্রী ভোগান্তি কিছুটা লাঘব করতে জলপথে পরিষেবা বাড়ানোর চিন্তা করছে রাজ্য সরকার ।
একদিকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ । অন্যদিকে বাস এবং মেট্রোর সংখ্যা অনেক কমিয়ে আনা হয়েছে । এই অবস্থায় অফিস বা জরুরী প্রয়োজনে যাদের বাইরে বের হতে হচ্ছে তাদের ভোগান্তির শেষ নেই ! এই অবস্থায় যাত্রী ভোগান্তির কথা মাথায় রেখে বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে জলপথে ছাড় দেবার কথা ঘোষণা করা হল । এছাড়া, যাত্রী পরিবহনের জন্য লঞ্চের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন নতুন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ।
গত বছর আনলক পর্বে যাত্রীদের সুবিধার জন্য পরিবহন দপ্তর ফেরি পরিষেবা চালু করেছিল । চন্দননগর, চুঁচুড়া, হুগলি, শ্রীরামপুর, নৈহাটি, বেলুড়, উত্তরপাড়া, দক্ষিণেশ্বর, বরাহনগর কুঠিঘাট-সহ একাধিক ঘাট থেকে নির্দিষ্ট সময় অন্তর ফেরি পরিষেবা পাওয়া যেত । এরফলে কিছুটা হলেও নিত্য যাত্রীদের সুবিধা হয়েছিল । এবারও লোকাল ট্রেন বন্ধ হওয়ায় অন্যান্য পথে কলকাতা শহরে প্রবেশের পথ তৈরি করতে চাইছে পরিবহন দপ্তর ।
এদিন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, যাতায়াতের জন্য একটি ‘সিটি ট্রাভেল পাস’ দেওয়া হবে । এই একটি পাসেই সারাদিন বাস-ট্রাম-ফেরিতে চলাফেরা করা যাবে।। । গতকাল বৃহস্পতিবার থেকে এই পাস চালু করা হয়েছে।অনলাইনে ছাড়াও বাস, ট্রামের কন্ডাক্টর ও বিভিন্ন ডিপো, ফেরির টিকিট কাউন্টার, বিমানবন্দর, হাওড়া ও শিয়ালদহ স্টেশনেও ‘সিটি ট্রাভেল পাস’ পাওয়া যাবে । দাম করা হয়েছে ১০০ টাকা । আগে পরিবহন দপ্তরের অবশ্য স্মার্ট কার্ড চালু ছিল । বাস, ট্রাম ও ফেরির নিত্যযাত্রীরা এই স্মার্ট কার্ড ব্যবহার করতে পারেন ।
এবার বাড়িতে বসেই অনলাইনে স্মার্ট কার্ড রিচারজ করার ব্যবস্থা করেছে পরিবহন নিগম । এক্ষেত্রে, পরিবহন নিগমের সরকারী ওয়েব পোর্টাল www.online.wbtc.co.in -এ গিয়ে স্মার্টকার্ড ব্যবহারকারীদের মোবাইল নম্বর বা রিচার্জ কার্জটির নম্বর দিতে হবে। এরপর সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকা অবধি রিচার্জ করতে পারবেন ।