দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ আবার খবরের শিরোনামে এল ফিরহাদ হাকিমের নাম । কিছুদিন আগে নির্বাচনী প্রচারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাম না করেই ‘শকুন’ বলে উল্লেখ করেছিলেন । এবার নিজের সোশ্যাল মিডিয়ায় ‘বিজেপিকে দেখলেই মার’ বলে একটি পোস্ট করেছেন । পাশাপাশি দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে লিখেছেন, ‘ওদের মারো, আমি আছি’ । এই পোস্ট নজরে আসার পর কৈফিয়ৎ চাইল কমিশন ।
ফিরহাদ হাকিম এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ক্ষেত্র বিশেষে টেক্কা দিচ্ছেন ! দেশের প্রধানমন্ত্রীকে শকুন বলায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে গিয়েছিল । এবার ফের ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন,” বিজেপিকে দেখলেই মারো।” সেই সঙ্গে অশালীন গালমন্দও করছেন বিজেপির উদ্দেশে। মহানগরের মহানাগরিক ফিরহাদ হাকিম । কিন্তু তার এই হেন পোস্ট দেখে অবাক হয়েছে নির্বাচন কমিশনও । যথারীতি নোটিশও পাঠিয়ে দিয়েছেন তারা ।আগামী ২৪ ঘণ্টার মধ্যে মন্তব্যের যথাযথ জবাব না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার হুমকি দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে ।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ফিরহাদ হাকিম যে কথাগুলি বলেছেন, তা আদর্শ আচরণবিধির নিয়মের পরিপন্থী। সেই কারণেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে। নির্বাচনের সময় রাজনৈতিক নেতাদের মধ্যে কটূক্তি চলে । কিন্তু ২০২১ শের বিধানসভা নির্বাচনে যেন সব শালীনতার মাত্রা ছাড়িয়ে গেছে । তালিকায় কে নেই ? রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাহুল সিনহা, সায়ন্তন বসু, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীসহ অনেক নেতাকেই নোটিশ পাঠাতে বাধ্য হয়েছে কমিশন । তবে অনেকের প্রশ্ন, এ সব পদক্ষেপ করেও রাজ্য রাজনীতিতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা যাবে কি। ভোট হয়ে গেলে তো আর নির্বাচন কমিশন থাকবে না। তখন নোটিস পাঠানোরও কেউ থাকবে না।