নয় বছরের দাম্পত্য জীবন পালন করেও স্ত্রীকে চিনতে পারেন নি কাঞ্চন মল্লিক !
নয় বছরের দাম্পত্য জীবন পালন করেও স্ত্রীকে চিনতে পারেন নি কাঞ্চন মল্লিক !

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অভিনেতা কাঞ্চন মল্লিক পর্দায় যতই দর্শকদের হাসি-আনন্দের যোগান দেন না কেন, আজ নিজের ব্যাক্তিগত জীবনে নেমে এসেছে দুঃসময় । স্ত্রী পিঙ্কির সাথে দীর্ঘ নয় বছর দাম্পত্য জীবন কাটানোর পরেও তার মনের মধ্যে উঠে আসছে একের পর এক প্রশ্ন । স্পষ্ট জানিয়ে দিলেন, আজও নিজের স্ত্রী পিঙ্কিকে তিনি চিনতে পারেন নি । ৯ বছরের বিবাহিত জীবনে তিনি সংসার করেছেন নাকি মাত্র ২০ দিন !

সংবাদ মাধ্যমের শিরোনামে তৃণমূল সাংসদ নুসরাতের পর এবার উঠে এসেছে অভিনেতা কাঞ্চন মল্লিকের নাম । বাস্তব জীবনে কাঞ্চন্-পিঙ্কির সম্পর্কের এক নয়া মোড় দেখা দিয়েছে । স্বামী-স্ত্রীর মধ্যে গোপন কথাগুলি একে একে প্রাকাশ্যে আসতে শুরু করেছে । যে কথাগুলি এতদিন সবার অজানা ছিল । যদিও কাঞ্চন্ মল্লিককে প্রথম দিকে অনেকটাই সংযত দেখা গিয়েছিল । গোপন কথাগুলি প্রকাশ্যে আনতে শুরু করেছিলেন স্ত্রী পিঙ্কি ।

পিঙ্কি মল্লিক কাঞ্চন মল্লিকের সাথে তার সম্পর্ক নিয়ে প্রথম সংবাদ মাধ্যমে মুখ খোলেন । কাঞ্চনের কথায়, ‘পিঙ্কিই প্রথম সংবাদ মাধ্যমে আমাকে নিয়ে যা না তাই বলা শুরু করেছেন । মুখ বুঝে সহ্য করেছি । কিন্তু আর কতদিন !” এবার অভিনেতা নিজেই মুখ খুললেন । সংবাদ মাধ্যমে জানিয়ে দিলেন, “শ্রীময়ী নির্দোষ, কেন তাঁকে বদনাম করা হচ্ছে!”

এর পরেই নিজের স্ত্রী পিঙ্কিকে নিয়ে জানালেন তার ব্যাক্তি জীবনের কথা । তিনি জানান, নয় বছর বিবাহ হয়েছে তাদের । একটি বছর আটেকের ছেলে আছে তাদের । কিন্তু সত্যি বলতে,  মাত্র ২০ দিন সংসার করেছেন পিঙ্কি তাঁর সঙ্গে । সেই হিসাবে নিজের স্ত্রীকে সেভাবে কোন দিন পাশে পান নি তিনি ।

কাঞ্চনের কথায়, পিঙ্কিকে সেভাবে কখনই তিনি পাশে পাননি। পরিবারের একাধিক কঠিন সময়ের কথা উল্লেখ করে তিনি জানান, তাঁর মা-বাবার যখন কঠিন পরিস্থিতি, তখন কোোথায় ছিলেন পিঙ্কি। তিনি কিন্তু তা নিয়ে কখনই প্রশ্ন তোলেননি। মাত্র ২০ দিনের মাথায় বাবার বাড়ি চলে যান পিঙ্কি। যুক্তি দেখিয়েছিলেন, কাঞ্চনের সাথে সংসার করা যায় না ।

তবে এতদিন চুপ থাকার পর কাঞ্চনকে নিয়ে কেন প্রকাশ্যে বলতে শুরু করলেন পিঙ্কি ! এই ঘটনার পিছনে কি কোন কারন আছে ? না কি কাঞ্চন মল্লিক যতদিন অভিনেতা ছিলেন, ততদিন কোন সমস্যা হয়নি । এবার বিধানসভা নির্বাচনে জয়লাভ করে তিনি তৃণমূল বিধায়ক । সমস্যা তাহলে কি এখানেই ? প্রশ্ন থেকেই যায় ।