করোনা পরিস্থিতি বিচার করে রাজ্যে নির্বাচনী প্রচার বন্ধ ঘোষণা রাহুল গান্ধীর
করোনা পরিস্থিতি বিচার করে রাজ্যে নির্বাচনী প্রচার বন্ধ ঘোষণা রাহুল গান্ধীর

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্যে চলছে ভোট উৎসব । একদিকে দিল্লীতে কৃষক আন্দোলনে নাছোড়বান্দা কৃষক সংগঠনগুলি, অন্যদিকে কুম্ভমেলায় পূর্ণাথীদের ঢল ! এর থেকে বেশি দ্রুত করোনা সংক্রমণ ছড়ানো সম্ভব নয় ! এমনই মন্তব্য করতে শুরু করেছেন বিশেষজ্ঞদের একাংশ । রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যেই করোনা সংক্রমণ উত্তরোত্তর বেড়েই চলেছে। এই অবস্থায় নির্বাচন কমিশনের নির্দেশের অপেক্ষা না করেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়ে দিলেন, বাংলায় কংগ্রেস আর কোন নির্বাচনী প্রচার করবে না ।

২০২১ শের বিধানসভা নির্বাচনের পঞ্চমদফা ভোট একদিন আগে শেষ হয়েছে । এখনও বাকি তিন দফা । নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দলগুলি করোনার পরিপ্রেক্ষিতে একদিনে বাকি ভোট করার আর্জি জানিয়েছিল ! কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে, একদিনে নির্বাচন শেষ করার মত কেন্দ্রীয় বাহিনী নেই । তাই বাকি ভোট তিন দিনেই হবে । এরই মধ্যে কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী টুইট করে জানিয়ে দিলেন, “করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, আমি পশ্চিমবঙ্গে আমার সব প্রচার স্থগিত করলাম।”

এদিন সোনিয়া পুত্র টুইট করে জানালেন, ” করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, আমি পশ্চিমবঙ্গে আমার সব প্রচার স্থগিত করলাম। বাকি রাজনৈতিক নেতৃত্বকে আমি বলবো বিধাল জনসভা গুলি সম্পর্কে এই পরিস্থিতিতে একটু গভীরভাবে ভাবতে।” রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে যে উন্মাদনা দেখা যাচ্ছে তাতে এমনিতেই শঙ্কিত হয়ে পড়েছে চিকিৎসকমহল । আগামী দিনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে যাবার আশঙ্কাও প্রকাশ করেছেন তারা । এই অবস্থায় রাহুল গান্ধীর এই ঘোষণা কংগ্রেসের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বলে ধরা হচ্ছে ।