দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন । এবারের রাজ্য বিধানসভা নির্বাচনে প্রধান দুই মহারথী শাসকদল তৃণমূল এবং বিরোধীদল বিজেপি । নিজেদের কুর্সি ধরে রাখতে একদিকে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে লোকসভায় ভাল ফল করার পর বাড়তি অক্সিজেন নিয়ে গেরুয়া শিবির । মাঝখানে বাম-কংগ্রেস জোট অনেকটা ‘ঘোলা জলে মাছ ধরা’র মত ভুমিকায় । এরই মধ্যে সদ্য দলবদল করে তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যোগদানকারী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে তুলকালাম যুযুধান দুই শিবির ।
আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র ডোমজুড়ে ‘আর নয় অন্যায়’ কর্মসূচির পরিকল্পনা ছিল । কিন্তু সেই কর্মসূচীর প্রাক্বালেই একদিকে দেখানো হল প্রতিবাদের কালো পতাকা, অন্যদিকে গেরুয়া শিবিরের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে রনহুঙ্কার ! ফলে ডোমজুড়ে শুরু হয় অশান্তি । প্রাক্তন বিধায়ক এবং মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এলাকায় পৌঁছানোর আগেই সেখানে কার্যত কালো পতাকা চারিদিকে লাগিয়ে প্রতিবাদ জানানো হয় ।
জানা গেছে, রাজীব বন্দ্যোপাধ্যায় ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে যোগ দেবার আগেই কালো পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে । এমনকি রাস্তার পাশে লাগানো তাঁর ছবির পোস্টারে জুতোর মালাও দেখতে পাওয়া যায় । শুধু তাই নয় প্রাক্তন বিধায়কের নাম না করে তাঁর উদ্দেশেই কিছু পোস্টার দেখা গেছে । সেখানে, বিশ্বাসঘাতক, ‘মীরজাফর’, ‘ভাগ গদ্দার ভাগ’ ইত্যাদি ভাষা ব্যবহার করা হয়েছে ।
এরপরেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা শুরু হতেই পালটা বিজেপি কর্মী-সমর্থকরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকেন । একদিকে শাসক দলের প্রতিবাদ অন্য দিকে গেরুয়া কর্মীদের হুঙ্কার, সব মিলিয়ে কিছুক্ষণ পদযাত্রা থমকে যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হতাশা থেকে এসব কাজ করছে তৃণমূল।’ বিজেপি কর্মীদের দাবী তাদের কর্মসূচী বানচাল করার জন্য তৃণমূল কর্মীরা এই কাজ করেছে । অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সব কিছু অস্বীকার করেছেন । তিনি বলেন, ‘কালো পতাকা দেখানো বিজেপির সংস্কৃতি’ ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…