দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ফের দেশ জুড়ে আতঙ্ক শুরু হয়েছে । চলতি বছরের জানুয়ারি মাস থেকেই শুরু হয়েছে করোনা টিকাকরনের কাজ । এই মুহূর্তে ৪৫ বছরের উপর যাদের বয়স তাদের এই টিকা দেওয়া হচ্ছে । এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রক জানিয়ে দিল, এই মুহূর্তে দেশের সবাইকে করোনা ভ্যাক্সিন দেওয়া সম্ভব নয় । এই সিদ্ধান্তের পক্ষে তারা যুক্তিও দেখিয়েছে ।
দেশের মধ্যে এই মুহূর্তে পাঁচটি রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন । নির্বাচনী প্রচারে করোনা বিধি ঠিক মত মান্য করা হচ্ছে না । এদিকে করোনার দ্বিতীয় ঢেউ বেশ ভালভাবেই অনুভব করতে শুরু করেছে মহারাষ্ট্র । প্রায় প্রতিটি রাজ্যে নতুন করোনা করোনা সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে । এরই মধ্যে কেন্দ্র থেকে দেশের সবাইকে করোনা ভ্যাক্সিন না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল সমালোচনা । এবার কেন সবাইকে দেওয়া সম্ভব নয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সেই কারন জানাল ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে, যেভাবে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, তাতে আগামী একমাস (চার সপ্তাহ) অত্যন্ত উদ্বেগজনক । এই সময়টাই সবাইকে সতর্ক এবং সাবধানে থাকতে হবে । এর পাশাপাশি তাদের পক্ষ থেকে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘টিকাকরণ (Corona Vaccination) অভিযানের মূলত দু’টি লক্ষ্য আছে। প্রথমত, মারণ ভাইরাসের হাত থেকে মৃত্যুর হার কমানো। এবং দ্বিতীয়ত স্বাস্থ্য পরিষেবা সুরক্ষিত রাখা। যাঁরা ভ্যাকসিন নিতে চান, তাঁদের টিকা দেওয়া উদ্দেশ্য নয়, বরং যাঁদের প্রয়োজন তাঁদেরই টিকাকরণ হবে।’
এই মুহূর্তে দেশের ৪৫ বছর বয়স্ক বা তাঁর বেশি বয়স হলে তাদের টিকা দেওয়া হচ্ছে । কিন্তু, মহারাষ্ট্র, দিল্লী, মধ্যপ্রদেশসহ বিভিন্ন রাজ্যে যেভাবে করোনার প্রকোপ অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে তাতে সব বয়সীদের টিকা দেওয়ার আবেদন করা হচ্ছিল । বিশেষ করে বয়স্কদের তুলনায় ঘরের বাইরে কম বয়সীরাই বের হন । ফলে তাদের সংক্রামিত হবার সম্ভবনা সব থেকে বেশি । প্রতিবেশী দেশ বাংলাদেশে ইতিমধ্যে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে । সেখানে অবশ্য ৪৫ বছরের কম বয়স হলেও টিকা দেওয়া হয়েছে ।
এই মুহূর্তে নির্বাচনী প্রচারে সামাজিক দূরত্ব শিকেয় উঠেছে । ধুমধাম করে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানে করোনা বিধি মানা হচ্ছে না । গনপরিবহন ব্যবস্থাতেও নেই কোন কড়াকড়ি । এই সব নানাবিধ কারনেই নতুন করে সংক্রমণের হার অনেকাংশে বেড়ে গেছে । সংক্রমণ ঠেকানো না গেলে আগামীদিনে গত বছরের মত ফের সেই অভিশপ্ত লকডাউনের শিকার হওয়া প্রায় নিশিত !
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…