দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্য বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে । করোনার জেরে ফের লকডাউন হবে কি না তাই নিয়ে চলছে জোর জল্পনা । এরই মধ্যে লকডাউন ছাড়াই আগামীকাল শুক্রবার থমকে যেতে পারে গোটা দেশ । ২৬ মার্চ কৃষি আন্দোলনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে ভারত বনধের ডাক দিয়েছে সংযুক্ত কৃষক মোর্চা । পাশাপাশি থাকছে দিনের পর দিন পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদ ।
২৬ মার্চ শুক্রবার গোটা দেশে ভারত বনধের ডাক দিল সংযুক্ত কৃষক মোর্চা । গত কয়েকমাস ধরে চলা বিতর্কিত তিনটি কৃষি আইনের বিরোধিতা করে যে আন্দোলন চলছে তার গতি আরও এগিয়ে নেবার জন্য এই পরিকল্পনা । সংযুক্ত কৃষক মোর্চার এই ভারত বনধকে সমর্থন জানিয়েছে ব্যবসায়ী মহল । ধারনা করা হচ্ছে ভোটের আগে এভাবে জন জীবন থমকে যাওয়ায় বিপাকে পড়বেন অনেকেই । কিছুদিন আগে কৃষি আইনের বিরোধিতা করে ‘রেল রোকো’ কর্মসূচীও পালন করা হয়েছিল ।
কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিপক্ষে কৃষক সংগঠনগুলির যে আন্দোলন চলছে সেটি শততম দিন পার হল । ভারত বনধ কর্মসূচীতে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলা, এবং জিএসটি নিয়েও প্রতিবাদ করা হবে বলে জানা গেছে । কৃষক সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, এই বনধ ১২ ঘণ্টার জন্য পালন করা হবে । পরিকল্পনা অনুযায়ী শুক্রবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গোটা দেশে রেলসহ সমস্ত যান চলাচল বন্ধ করা হবে ।
কৃষক সংগঠনগুলির ডাকা এই ভারত বনধকে সমর্থন জানিয়েছে অন্ধ্রপ্রদেশের YSR কংগ্রেস পার্টি । জানা গেছে, যে সমস্ত এলাকায় নির্বাচন হবে, সেই এলাকাগুলিকে এই কর্মসূচীর বাইরে রাখা হতে পারে । এই মুহূর্তে কৃষি আইন বাতিলের দাবী জানিয়ে পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তর প্রদেশের হাজার হাজার কৃষক দিল্লি সীমান্ত বরাবর ১০০ দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন ।
বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবী জানিয়ে ইতিমধ্যে মোট ১১ বার নরেন্দ্র মোদী সরকারের সাথে আলোচনায় বসেছেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা । যদিও কেন্দ্রীয় সরকার প্রচলিত কৃষি আইন এক থেকে দেড় বছর নতুন আইন স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল । কিন্তু কৃষক সংগঠন সেই প্রস্তাব নাকচ করেছেন ।
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালিবানরা । তাদের কথা বার্তা…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিন বঙ্গে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ ফের চীনের বিরুদ্ধে একহাত নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কাঁথি…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রচারে ত্রিপুরা সফরের শুরুতেই ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়…
দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ অবাক করার মত ঘটনা হলেও সত্যি ! পাকিস্তানে একটি ছাগলকে…