আগামীকাল ভারত বনধ; থমকে যেতে পারে গোটা দেশ !
আগামীকাল ভারত বনধ; থমকে যেতে পারে গোটা দেশ !

দি আজকের নিউজ ওয়েব ডেস্কঃ রাজ্য বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে । করোনার জেরে ফের লকডাউন হবে কি না তাই নিয়ে চলছে জোর জল্পনা । এরই মধ্যে লকডাউন ছাড়াই আগামীকাল শুক্রবার থমকে যেতে পারে গোটা দেশ । ২৬ মার্চ কৃষি আন্দোলনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে ভারত বনধের ডাক দিয়েছে সংযুক্ত কৃষক মোর্চা । পাশাপাশি থাকছে দিনের পর দিন পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদ ।

২৬ মার্চ শুক্রবার গোটা দেশে ভারত বনধের ডাক দিল সংযুক্ত কৃষক মোর্চা । গত কয়েকমাস ধরে চলা বিতর্কিত তিনটি কৃষি আইনের বিরোধিতা করে যে আন্দোলন চলছে তার গতি আরও এগিয়ে নেবার জন্য এই পরিকল্পনা । সংযুক্ত কৃষক মোর্চার এই ভারত বনধকে সমর্থন জানিয়েছে ব্যবসায়ী মহল । ধারনা করা হচ্ছে ভোটের আগে এভাবে জন জীবন থমকে যাওয়ায় বিপাকে পড়বেন অনেকেই । কিছুদিন আগে কৃষি আইনের বিরোধিতা করে ‘রেল রোকো’ কর্মসূচীও পালন করা হয়েছিল ।

কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইনের বিপক্ষে কৃষক সংগঠনগুলির যে আন্দোলন চলছে সেটি শততম দিন পার হল । ভারত বনধ কর্মসূচীতে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলা, এবং জিএসটি নিয়েও প্রতিবাদ করা হবে বলে জানা গেছে । কৃষক সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, এই বনধ ১২ ঘণ্টার জন্য পালন করা হবে । পরিকল্পনা অনুযায়ী শুক্রবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গোটা দেশে রেলসহ সমস্ত যান চলাচল বন্ধ করা হবে ।

কৃষক সংগঠনগুলির ডাকা এই ভারত বনধকে সমর্থন জানিয়েছে অন্ধ্রপ্রদেশের YSR কংগ্রেস পার্টি । জানা গেছে, যে সমস্ত এলাকায় নির্বাচন হবে, সেই এলাকাগুলিকে এই কর্মসূচীর বাইরে রাখা হতে পারে । এই মুহূর্তে কৃষি আইন বাতিলের দাবী জানিয়ে   পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তর প্রদেশের হাজার হাজার কৃষক দিল্লি সীমান্ত বরাবর ১০০ দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন ।

বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবী জানিয়ে ইতিমধ্যে মোট ১১ বার নরেন্দ্র মোদী সরকারের সাথে আলোচনায় বসেছেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা । যদিও কেন্দ্রীয় সরকার প্রচলিত কৃষি আইন এক থেকে দেড় বছর নতুন আইন স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল । কিন্তু কৃষক সংগঠন সেই প্রস্তাব নাকচ করেছেন ।